A
সে বই পড়ছে
B
সে গভীর চিন্তায় মগ্ন
C
সে ঘুমিয়ে আছে সে
D
যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
উত্তরের বিবরণ
সমধাতুজ কর্ম
যখন কোনো বাক্যে ক্রিয়া এবং কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হয়, তখন সেই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বার্থক কর্মপদ বলা হয়।
উদাহরণস্বরূপ:
-
"আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি" — এখানে ক্রিয়াপদ ঘুমিয়েছি এবং কর্মপদ ঘুম একই ধাতু ঘুম্ থেকে তৈরি।
আরেকটি উদাহরণ:
-
"সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না" — এখানে কর্মপদ চাল এবং ক্রিয়াপদ চেলেছে একই ধাতু চাল থেকে গঠিত।
সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক অর্থাৎ কর্মবিশিষ্ট করে তোলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago