People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
A
The patriots will always be remembered by people
B
The patriots are always being remembered
C
People are always remembered by the patriots
D
The patriots are always remembered
উত্তরের বিবরণ
Active Voice-এর Object টি Passive Voice-এর Subject হয়।
-
মূল Verb-এর কাল (tense) অনুযায়ী একটি 'be' Verb ব্যবহার করা হয় (যেমন: is, are, was, were, being, been)।
-
মূল Verb-এর Past Participle (V3) form ব্যবহৃত হয়।
-
Active Voice-এর Subject টি Passive Voice-এ Object হিসেবে ব্যবহৃত হয় এবং তার আগে সাধারণত by (বা with, at, to, in ইত্যাদি প্রিপোজিশন) বসে।
-
যদি Active Voice-এর Subject কে উল্লেখ করা গুরুত্বপূর্ণ না হয় বা সেটা 'People', 'Someone', 'They' ইত্যাদি অস্পষ্ট subject হয়, তবে তা Passive Voice-এ না লিখলেও চলে।
Active: People always remember patriots.
Passive: Patriots are always remembered.
এখানে "People" অস্পষ্ট subject হওয়ায় Passive form-এ তা উল্লেখ করা হয়নি।
0
Updated: 5 months ago
Identify the passive form of the following sentence: Let him repair the computer.
Created: 1 month ago
A
Let the computer to be repaired by him.
B
Let the computer be repaired by him.
C
Let the computer been repaired by him.
D
Let the computer repaired by him
Active: Let him repair the computer.
Passive: Let the computer be repaired by him.
নিয়ম (Let যুক্ত Imperative sentence কে Passive voice এ রূপান্তর করার):
-
বাক্যের শুরুতে Let থাকে।
-
Active বাক্যের Object কে Passive বাক্যে Subject হিসেবে বসানো হয়।
-
এরপর be ব্যবহার করা হয়।
-
মূল verb এর past participle ফর্ম বসানো হয়।
-
by ব্যবহার করে Active বাক্যের Subject কে Passive এ Object হিসেবে আনা হয়।
Structure:
Let + Object (as subject) + be + verb (past participle) + by + Subject (as object)
ভুল উদাহরণ ও কারণ:
-
ক) Let the computer to be repaired by him → এখানে to বসানো হয়েছে, যা ভুল।
-
গ) Let the computer been repaired by him → “been” ব্যবহার করা হয়েছে, এখানে be লাগে।
-
ঘ) Let the computer repaired by him → এখানে be নেই, তাই বাক্য অসম্পূর্ণ।
0
Updated: 1 month ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 1 month ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.
0
Updated: 1 month ago
Identify the passive form of the following sentence: "Who has broken this Jug?"
Created: 1 month ago
A
By whom has this Jug been broken?
B
By whom has this Jug broken?
C
By whom this Jug has been broken?
D
Whom has this Jug been broken?
যখন Who দিয়ে শুরু হওয়া বাক্যকে passive voice এ রূপান্তর করা হয়, তখন কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রথমে By whom দিয়ে শুরু করতে হয়, তারপর auxiliary verb বসে, এবং শেষে মূল বাক্যের subject থাকে।
Auxiliary verb টি subject এর number ও person অনুযায়ী পরিবর্তিত হয়। Interrogative বাক্য passive voice এ রূপান্তরিত হলেও সেটি interrogative হিসেবেই থাকে।
উদাহরণ হিসেবে:
-
By whom has this jug been broken?
এই বাক্যটি passive voice এর সব নিয়ম অনুসরণ করছে এবং tense অনুযায়ী সঠিক অর্থ প্রদান করছে। তাই এই বাক্যটি সঠিক passive structure।
0
Updated: 1 month ago