A
ইচ্ছাময়
B
ঐচ্ছিক
C
ইচ্ছুক
D
অনিচ্ছা
উত্তরের বিবরণ
ইচ্ছা (বিশেষ্য পদ) অর্থ:
-
কোনো কিছু করার বা পাওয়ার অভিলাষ, স্পৃহা, বা বাসনা।
-
কোনো বিষয়ের প্রতি রুচি বা প্রবৃত্তি (যেমন: “খাওয়ার ইচ্ছা নেই”)।
-
কোনো কাজ বা ঘটনার উদ্দেশ্য বা অভিপ্রায় (যেমন: “খোদার ইচ্ছায় সব হয়”)।
অন্যদিকে,
ইচ্ছুক (বিশেষণ পদ) অর্থ:
-
যে ব্যক্তি কোনো কিছু চায় বা বাসনা করে, অর্থাৎ অভিলাষী।
-
বাসনা বা ইচ্ছা সম্পন্ন।
-
রাজি বা সম্মত।
ঐচ্ছিক (বিশেষণ পদ) অর্থ:
-
ইচ্ছানুসারে বা ইচ্ছানুযায়ী।
-
ইচ্ছাধীন বা ইচ্ছার ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, ‘ঐচ্ছিক’ এবং ‘ইচ্ছুক’—উভয়ই বিশেষণ পদ। তবে এখানে ‘ইচ্ছা’ শব্দটি ব্যক্তিকে নির্দেশ না করে একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করে। তাই ‘ইচ্ছা’ শব্দের সঙ্গে এমন বিশেষণ ব্যবহার করা উচিত যা কোনো ব্যক্তির প্রতি নির্দেশ করে না, বরং বিমূর্ত ধারণা ব্যক্ত করে।
-
‘ইচ্ছুক’ সাধারণত ব্যক্তিকেই নির্দেশ করে।
-
‘ঐচ্ছিক’ বিমূর্ত ধারণাকে প্রকাশ করে।
সুতরাং, ‘ইচ্ছা’ শব্দের সঙ্গে সর্বাধিক উপযুক্ত বিশেষণ পদ হচ্ছে ঐচ্ছিক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago