In "The Tempest," Shakespeare's choice to have characters speak in either poetic verse or everyday prose is primarily used to distinguish between:
A
The past and the present
B
Different locations on the island
C
Characters of noble and lower social status
D
The play's tragic and comedic scenes
উত্তরের বিবরণ
• শেকসপিয়র এই শৈল্পিক উপায় ব্যবহার করে স্পষ্ট সামাজিক স্তর তৈরি করেন। মহৎ চরিত্ররা (যেমন প্রসপেরো, আলোনসো, মিরান্ডা) এবং শক্তিশালী আত্মারা (যেমন অ্যারিয়েল) সাধারণত blank verse-এর উন্নত ও ছন্দযুক্ত ভাষায় কথা বলেন। এর বিপরীতে সাধারণ বা “নিম্ন” চরিত্ররা (মাতাল নাবিকরা ট্রিঙ্কুলো ও স্টেফানো) সহজ গদ্য ভাষায় কথা বলেন। এই পার্থক্য তাদের সামাজিক অবস্থান এবং স্বভাবের ভিন্নতা তুলে ধরে। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হল কালিবান, যে, বশ্যতার অবস্থানে থাকা সত্ত্বেও প্রায়শই সুন্দর এবং শক্তিশালী ছন্দযুক্ত ভাষায় কথা বলে।

0
Updated: 14 hours ago
Identify the author of "To Autumn":
Created: 3 weeks ago
A
Ernest Hemingway
B
John Keats
C
Samuel Johnson
D
Ben Jonson
John Keats (১৭৯৫–১৮২১) ইংরেজ রোমান্টিক যুগের ‘Poet of Beauty’ নামে পরিচিত কবি। তাঁর কবিতায় জীবন্ত চিত্রকল্প, ইন্দ্রিয়গ্রাহ্য আবেদন এবং শাস্ত্রীয় উপাখ্যানের মাধ্যমে দার্শনিক প্রকাশ দেখা যায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
বিখ্যাত রচনা: On First Looking into Chapman’s Homer, Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Endymion।

0
Updated: 3 weeks ago
Major Barbara was written by -
Created: 1 week ago
A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 1 week ago
Which estate best reflects Elizabeth’s change of perception towards Darcy?
Created: 6 days ago
A
Longbourn
B
Rosings Park
C
Netherfield
D
Pemberley
Elizabeth যখন Darcy-এর বাড়ি Pemberley ভ্রমণ করে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলায়। প্রাসাদটি প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে, যা Darcy-এর ভারসাম্যপূর্ণ চরিত্রের প্রতীক। Mrs. Reynolds Darcy-কে উদার, দায়িত্বশীল মানুষ হিসেবে বর্ণনা করেন। এখানে Elizabeth Darcy-র ভেতরের সৌন্দর্য চিনতে শেখে। Austen দেখান—বাস্তব অভিজ্ঞতা প্রাথমিক ভুল ধারণা ভাঙতে পারে।

0
Updated: 6 days ago