A
Tragedies
B
Histories
C
Satires
D
Romances
উত্তরের বিবরণ
• শেকসপিয়রের Romances (কখনো কখনো tragi-comedies বলা হয়) তার পরে রচিত নাটক, যা তার আগের নিখুঁত কমেডি ও ট্রাজেডি থেকে আলাদা। এগুলোকে চিহ্নিত করে জাদুকরী বা কল্পনাময় উপাদান, বহুদিন ধরে হারানো পরিবারের পুনর্মিলন, গুরুতর ও কমেডিয়ার মিশ্রণ, এবং শেষ অঙ্কে মৃত্যু বা বিপর্যয়ের পরিবর্তে ক্ষমা ও মিলনের ওপর মনোনিবেশ। যেহেতু The Tempest ট্রাজেডির সম্ভাবনাময়তা এবং জাদুকরী উপাদান একত্রিত করে এবং শেষমেষ মিলন ও বিবাহ দিয়ে সমাপ্ত হয়, তাই এটি সবচেয়ে সঠিকভাবে শেকসপিয়রের Tragi-Comedy বা Romance হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়।

0
Updated: 14 hours ago
How is Lady Macduff portrayed in the play?
Created: 3 weeks ago
A
Loyal and maternal
B
Ambitious and cruel
C
Fearless warrior
D
Political strategist
Lady Macduff একজন স্নেহময়ী মা ও বিশ্বস্ত স্ত্রী হিসেবে দেখানো হয়েছে। Macbeth-এর পাঠানো হত্যাকারীরা তাকে ও তার সন্তানদের হত্যা করে, যা Macbeth-এর নিষ্ঠুরতা ও ক্ষমতার জন্য নির্দয়তা স্পষ্ট করে।

3
Updated: 3 weeks ago
Why does Cordelia refuse to exaggerate her love for Lear?
Created: 3 weeks ago
A
She wants to test her sisters
B
She values truth over flattery
C
She wants to anger Lear deliberately
D
She does not understand politics
কর্ডেলিয়া বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা অতিরঞ্জিত করে প্রকাশ করা উচিত নয়। সে চাটুকারিতা এড়িয়ে আন্তরিকতা বজায় রাখে, যদিও জানে এতে তার উত্তরাধিকার হারানোর ঝুঁকি আছে। এই সততা তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ করে, কিন্তু লিয়ারের ভুল বোঝাবুঝি ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা নাটকের ট্র্যাজেডি গভীর করে।

0
Updated: 3 weeks ago
"Othello" is a Shakespeare's play about -
Created: 15 hours ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
The protagonist of the play is a respected Venetian general. He is a Moor — a term used in Shakespeare’s time to describe people of North African or Arabian descent. His race and his position as an outsider in Venetian society form central elements of the play’s plot and theme.

0
Updated: 15 hours ago