a এর মান কত হলে 4x2 + 20x + a রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
A
16
B
20
C
24
D
25
উত্তরের বিবরণ
প্রশ্ন: a এর মান কত হলে 4x2 + 20x + a রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
সমাধান:
4x2 + 20x + a রাশিটি পূর্ণবর্গ হবে যদি এটি (2x + 5)2 আকারের হয়।
(2x + 5)2 = (2x)2 + 2 × (2x) × 5 + 52
= 4x2 + 20x + 25
প্রদত্ত রাশি 4x2 + 20x + a এর সাথে তুলনা করে পাই,
a = 25
∴ a এর মান 25 হলে প্রদত্ত রাশিটি একটি পূর্ণবর্গ হবে।

0
Updated: 1 month ago
m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
Created: 1 month ago
A
24
B
28
C
30
D
32
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
সমাধান:
4x2 - mx + 49
= (2x)2 - 2.2x.7 + 72
= (2x - 7)2
অর্থাৎ, m এর মান 28 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে।

0
Updated: 1 month ago
ব্যাস 16 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি. বিশিষ্ট একটি সিলিন্ডার গলিয়ে 12টি সমব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত হবে?
Created: 3 weeks ago
A
2.5 সে.মি.
B
3 সে.মি.
C
1.5 সে.মি.
D
2 সে.মি.
প্রশ্ন: ব্যাস 16 সে.মি. এবং
উচ্চতা 2 সে.মি. বিশিষ্ট
একটি সিলিন্ডার গলিয়ে 12টি সমব্যাসার্ধ বিশিষ্ট
গোলক তৈরি করলে প্রতিটি
গোলকের ব্যাসার্ধ কত হবে?
সমাধান:
সিলিন্ডারের ব্যাস = 16 সেমি
⇒
ব্যাসার্ধ = 16/2 = 8 সেমি
সিলিন্ডারের উচ্চতা = 2 সেমি
∴ সিলিন্ডারের
আয়তন (V) = π × r2 ×
h
= π × 82 × 2
= π × 64 × 2
= 128π ঘন সেমি
আবার,
ধরি,
প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r সেমি
⇒
প্রতিটি গোলকের আয়তন = (4/3)πr3
⇒
12 টি গোলকের আয়তন = 12 × (4/3)πr3
= 16πr3
প্রশ্ন
অনুযায়ী,
সিলিন্ডারের আয়তন = ১২টি গোলকের মোট
আয়তন
⇒
128π = 16πr3
⇒
r3 = 128π ÷ 16π = 8
⇒
r3 = 23
∴
r = 2
∴
প্রতিটি গোলকের ব্যাসার্ধ হবে 2 সেমি

0
Updated: 3 weeks ago
যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 + 10abc এর মান কত?
Created: 1 month ago
A
7abc
B
10abc
C
abc
D
13abc
প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 + 10abc এর মান কত?
সমাধান:
দেওয়া আছে, a + b + c = 0
আমরা জানি,
যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 = 3abc হয়।
প্রদত্ত রাশি = a3 + b3 + c3 + 10abc
= 3abc + 10abc
∴ a3 + b3 + c3 + 10abc = 13abc

0
Updated: 1 month ago