Which of the following describes a primary theme explored through Prospero's journey in "The Tempest"?
A
The corrupting nature of absolute power
B
The conflict between nature and nurture
C
The superiority of vengeance over virtue
D
The power of forgiveness and reconciliation
উত্তরের বিবরণ
• পুরো নাটকটি প্রসপেরোর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। তিনি বহু বছর ধরে তাকে ঠকানো পুরুষদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেছেন এবং তাদের সম্পূর্ণভাবে নিজের দয়া ও শক্তির অধীনে রেখেছেন। তবে, অ্যারিয়েলের প্রতি তাদের প্রতি দয়ার প্রভাবিত হয়ে, প্রসপেরো তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন, ঘোষণা করে যে, "The rarer action is / In virtue than in vengeance." শত্রুদের শাস্তি দেওয়ার পরিবর্তে ক্ষমা করার এই সিদ্ধান্ত নাটকের নৈতিক চূড়ান্ত বিন্দু।

0
Updated: 14 hours ago
What was the real name of the Victorian-era writer George Eliot?
Created: 3 weeks ago
A
Mary Ann Evans
B
Jane Austen
C
O' Henry
D
Harriet Beecher Stowe
• George Eliot:
- Born November 22, 1819, Chilvers Coton, Warwickshire, England—died December 22, 1880, London
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।
- He is a Victorian writer.
- 'George Eliot' 19th century এর একজন লেখক।
• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

0
Updated: 3 weeks ago
'An Essay on Man' is a poem written by -
Created: 1 week ago
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 1 week ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago