A
His enchanted staff
B
The spirit Ariel
C
His books
D
The island itself
উত্তরের বিবরণ
• যদিও প্রসপেরো তার জাদুর কাজে লাঠি এবং জাদুকরী চাদর ব্যবহার করেন, নাটকটি স্পষ্টভাবে দেখায় যে তার জাদুর সত্যিকারের জ্ঞান ও শক্তি তার বইগুলিতেই নিহিত।
তার পটভূমি: প্রসপেরো মিরান্ডাকে ব্যাখ্যা করেন যে তিনি তার ডিউকত্ব হারিয়েছিলেন কারণ তিনি "গোপন অধ্যয়নে নিমগ্ন" ছিলেন এবং তার বইগুলোকে "ডিউকত্বের চেয়ে বেশি মূল্যবান" মনে করতেন। এটি প্রমাণ করে যে তার জাদুর শিক্ষা দ্বীপে আসার আগে এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে এসেছে।
কালিবানের ষড়যন্ত্র: সবচেয়ে সরাসরি প্রমাণ আসে কালিবান থেকে। যখন সে ট্রিঙ্কুলো এবং স্টেফানোকে নিয়ে প্রসপেরোকে হত্যা করার পরিকল্পনা করে, সে জোর দিয়ে বলে যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো তার বই দখল করা। কালিবান বলেন, "...first possess his books; for without them / He's but a sot, as I am... Burn but his books." এটি দেখায় যে এমনকি তার শত্রুরাও বুঝতে পারে যে বইগুলো তার শক্তির মূল উৎস।
জাদু ত্যাগ করা: নাটকের শেষদিকে, যখন প্রসপেরো তার জাদু ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তিনি ঘোষণা করেন, "I'll drown my book." এই প্রতীকী কাজটি নিশ্চিত করে যে তার বই ধ্বংস করা তার শক্তি ধ্বংসের সমার্থক।

0
Updated: 14 hours ago
"Art for art's sake" was the slogan of -
Created: 3 weeks ago
A
Renaissance Period
B
Neoclassical Period
C
Victorian Period
D
Romantic Period
• "Art for art's sake" was the slogan of - The Romantic Period.
- 1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic period began in 1798 with the publication of “Lyrical Ballads” a collection of romantic poems by William Wordsworth and S.T. Coleridge.
-The Romantic Period is the shortest period of English Literature, যার স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.

0
Updated: 3 weeks ago
Plural form of 'Axis' -
Created: 1 week ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 1 month ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 1 month ago