A
They attempt to build a new ship to escape the island.
B
They conspire with Caliban to murder Prospero and become kings of the island.
C
They try to teach Caliban how to be a "civilized" butler.
D
They fall in love with Miranda and compete for her affection.
উত্তরের বিবরণ
• এই গল্পরেখাই নাটকে প্রধান কমেডির (অথবা “comic relief”) উৎস।
জাহাজ দুর্ঘটনার পর, মাতাল দাস স্টেফানো এবং জোকার ট্রিঙ্কুলো কালিবানের সঙ্গে মুখোমুখি হন। কালিবান, তাদেরকে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখে কারণ তাদের কাছে মদ আছে, তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তাদেরকে তার স্বামী প্রসপেরোকে উৎখাত করতে সাহায্য করতে রাজি করে। তাদের কমেডিয়ার মূল কাহিনী হলো তাদের বোকামি ও মাতাল ষড়যন্ত্র। কালিবান প্রতিশ্রুতি দেয় যে যদি তারা প্রসপেরোকে হত্যা করে (বিশেষ করে দুপুরে ঘুমের সময়), স্টেফানো দ্বীপের রাজা হতে পারবে এবং মিরান্ডাকে তার রানি হিসেবে পাবে। তাদের “হত্যার ষড়যন্ত্র” বারবার তাদের নিজের বোকামি এবং অ্যারিয়েলের জাদুকরী হস্তক্ষেপের কারণে ব্যর্থ হয়, যিনি সঙ্গীত দিয়ে তাদের বিভ্রান্ত করেন এবং কষ্ট দেন, ফলে তাদের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা সম্পূর্ণভাবে ফারসে পরিণত হয়।

0
Updated: 14 hours ago
Seamus Heaney was -
Created: 3 weeks ago
A
American author
B
Russian author
C
Irish author
D
French author

0
Updated: 3 weeks ago
The Da Vinci Code is written by -
Created: 1 hour ago
A
Sidney Sheldon
B
Leonardo da Vinci
C
Dan Brown
D
Paulo Coelho
The Da Vinci Code
-
লেখক: Dan Brown
-
প্রকাশ: রহস্য-থ্রিলার উপন্যাস
-
কেন্দ্রীয় ঘটনা: লুভর মিউজিয়ামের কিউরেটর Jacques Sauniere-এর হত্যাকাণ্ড।
মূল চরিত্র ও ঘটনা:
-
Robert Langdon: হার্ভার্ডের ধর্মীয় প্রতীকবিদ্যা অধ্যাপক, রহস্য সমাধানে মূল চরিত্র।
-
Sophie Neveu: ফরাসি ক্রিপ্টোলজিস্ট, Langdon-এর সহযোগী।
-
গুরুত্বপূর্ণ সংগঠন: Priory of Sion, Opus Dei।
-
অন্যান্য চরিত্র: রহস্যময় সন্ন্যাসী Silas, ব্রিটিশ ঐতিহাসিক Sir Leigh Teabing।
-
প্লট: লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মে লুকানো সংকেত অনুসন্ধান এবং ধর্ম, ইতিহাস ও শিল্পের জটিল সম্পর্কের মধ্যে গোপন সত্য উন্মোচন।
Dan Brown সম্পর্কে:
-
জন্ম: June 22, 1964
-
প্রখ্যাত রচনাসমূহ:
-
Angels & Demons
-
The Da Vinci Code
-
The Lost Symbol
-
Inferno
-
Source: Britannica

0
Updated: 1 hour ago
The phrase "Beauty is truth, truth beauty" appears in which work?
Created: 3 weeks ago
A
Ode on a Grecian Urn
B
de to a Nightingale
C
To Autumn
D
The Raven
“Beauty is truth, truth beauty” বাক্যটি John Keats-এর কবিতা Ode on a Grecian Urn থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
লেখক: John Keats
-
প্রকাশিত: ১৮২০
-
কবিতার থিম: একটি প্রাচীন গ্রিক মাটির জারকে কেন্দ্র করে চিরন্তন সৌন্দর্য, সত্য ও শিল্পের সম্পর্ক
-
শেষ দুই লাইন:
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
উল্লেখযোগ্য বিষয়:
-
কবিতায় Keats বলেন যে যা সত্য তা সুন্দর, যা সুন্দর তা সত্য—দুইটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
-
আরেকটি বিখ্যাত লাইন: “Heard melodies are sweet, but those unheard, are sweeter.”
-
Keats Romantic যুগের একজন প্রধান ইংরেজ কবি ছিলেন, এবং মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উত্তর: ক) Ode on a Grecian Urn

0
Updated: 3 weeks ago