A
Caliban
B
The goddess Diana
C
The witch Sycorax
D
Alonso, King of Naples
উত্তরের বিবরণ
• Act 1, Scene 2-এ প্রসপেরো অ্যারিয়েলকে তার অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যাতে সে তার আদেশ মানে। তিনি বর্ণনা করেন কীভাবে "দূষিত জাদুকরী সাইকোর্যাক্স," যিনি কালিবানের মা এবং দ্বীপের পূর্ববর্তী শাসক ছিলেন, অ্যারিয়েলকে একটি "দ্বিখণ্ডিত পাইন" গাছের মধ্যে বন্দী করেছিলেন। সাইকোর্যাক্স অ্যারিয়েলকে শাস্তি দিয়েছিলেন কারণ সে একটি আত্মা হিসেবে তার "মাটির ও ঘৃণ্য আদেশ" পালন করার জন্য "অত্যন্ত সূক্ষ্ম" ছিল। প্রসপেরোই শেষ পর্যন্ত অ্যারিয়েলকে খুঁজে বের করেন এবং গাছ থেকে মুক্তি দেন, যার কারণে অ্যারিয়েল এখন প্রসপেরোর আদেশ মানতে বাধ্য।

0
Updated: 14 hours ago
Who wrote the play "The Caretaker"?
Created: 16 hours ago
A
Samuel Beckett
B
John Osborne
C
Harold Pinter
D
Arthur Miller
The Caretaker
-
রচয়িতা: Harold Pinter
-
ধরণ: Three-act play
-
প্রথম প্রকাশ ও মঞ্চস্থ: 1960
-
Pinter-এর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য নাটক
-
মূল বিষয়: পারিবারিক সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম ভারসাম্য
-
কাহিনী: দুই ভাই Aston ও Mick-এর ফ্ল্যাটে নাটকের ঘটনা ঘটে। Aston (যিনি কিছুটা মন্থর মস্তিষ্কের) এক ভবঘুরে Davies-কে আশ্রয় দেন।
Harold Pinter
-
British writer
-
Nobel Prize in Literature: 2005
Best Works (plays):
-
The Birthday Party
-
The Room
-
No Man’s Land
-
The Dumb Waiter
-
The Caretaker
-
The Homecoming

0
Updated: 16 hours ago
Who exposes Wickham’s true nature to Elizabeth?
Created: 6 days ago
A
Mr. Bennet
B
Darcy through a letter
C
Lady Catherine
D
Colonel Fitzwilliam
Wickham Elizabeth-কে Darcy সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। Elizabeth সেটি বিশ্বাস করে। কিন্তু Darcy তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি দেয়। তাতে প্রকাশ পায় Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রতারণা করতে চেয়েছিল। এই চিঠিই Elizabeth-এর prejudice ভাঙে। Austen দেখাতে চান—সত্য প্রকাশের মাধ্যমে ভুল ধারণা ভাঙা সম্ভব।

0
Updated: 6 days ago
Who is the author of the poem containing the line “He prayeth best, who loveth best / All things both great and small”?
Created: 3 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
Lord Byron
C
John Keats
D
William Wordsworth
"He prayeth best, who loveth best / All things both great and small" এই লাইনটি Samuel Taylor Coleridge-এর কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশিত: ১৭৯৮ সালে, Lyrical Ballads-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: Romantic-era কবিতা
-
মূল ভাব: প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সত্যিকারের প্রার্থনার ধারণা
কবিতার মূল চরিত্র:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
Nightmare
-
Life in Death
সার-সংক্ষেপ:
-
নাবিক একটি Albatross হত্যা করে, যা জাহাজে অভিশাপ নিয়ে আসে।
-
তার সঙ্গে থাকা সবাই মারা যায়; একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিখে।
-
শেষপর্যন্ত সে সারা পৃথিবী ঘুরে এই গল্প শোনাতে বাধ্য হয়।
Famous quotations:
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best / All things both great and small."
Samuel Taylor Coleridge:
-
English lyrical poet, critic, এবং philosopher
-
Romantic যুগের শুরুতে William Wordsworth-এর সাথে Lyrical Ballads রচনা
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
উত্তর: Samuel Taylor Coleridge

0
Updated: 3 weeks ago