২০২৪-২৫অর্থবছরে সাময়িক হিসেব অনুসারে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ? (আগষ্ট-২০২৫)
A
৩.৯২%
B
৩.৯৩%
C
৩.৯৫%
D
৩.৯৭%
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ৩.৯৭%।
চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২%।
২০২৪-২৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা (৪৬২ বিলিয়ন ইউএস ডলার)।
২০২৩-২৪ অর্থবছরে জিডিপি ছিল ৫০,০২,৬৫৪ কোটি টাকা (৪৫০ বিলিয়ন ইউএস ডলার)।

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে?
Created: 2 months ago
A
১২.৪০%
B
১২.৮৯%
C
১৩.০২%
D
১৩.৩৫%
বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ এর তথ্য অনুযায়ী দেশের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনে তিনটি প্রধান খাতের অবদান নিচের মতো—
কৃষি খাত
-
অবদান (BBS): ১১.৬২%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ১১.০২%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ১.৭৯%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৩.২১%
-
-
কৃষিতে কর্মরত জনসংখ্যা: প্রায় ৪৫%
নোট: অনেক পুরনো প্রশ্নে এখনো ১৩.৩৫% অবদান উল্লেখ করা হয়, যা আপডেট নয়।
শিল্প খাত
-
অবদান (BBS): ৩৪.৮১%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৩৭.৯৫%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৩৪%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৬.৬৬%
-
-
শিল্পে কর্মরত জনসংখ্যা: প্রায় ১৭%
সেবা খাত
-
অবদান (BBS): ৫৩.৫৬%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৫১.০৪%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৫১%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৫.৮০%
-
-
সেবায় কর্মরত জনসংখ্যা: প্রায় ৩৮%
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
মাথাপিছু আয় (২০২৪-২৫ অর্থবছরে): ২,৮২০ মার্কিন ডলার
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪

0
Updated: 2 months ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominal) কত?
Created: 1 month ago
A
$ ১,৭৫০ মার্কিন ডলার
B
$ ১,৭৫১ মার্কিন ডলার
C
$ ১,৭৫২ মার্কিন ডলার
D
$ ১,৭৫৩ মার্কিন ডলার
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP) ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI) ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতি ৯.৭৪%।
- অর্থনীতির মোট খাত ১৯টি।
- জিডিপিতে সর্বাধিক নিয়োজিত জনশক্তি রয়েছে কৃষিখাতে।
- দারিদ্র্যের হার ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে চরম দারিদ্র্যের হার – ৫.৬%]
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।

0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
Created: 1 month ago
A
$ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
B
$ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
C
$ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
D
$ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 month ago