A
Sebastian
B
Francisco
C
Gonzalo
D
Adrian
উত্তরের বিবরণ
• Act 1, Scene 2-এ যখন প্রসপেরো মিরান্ডাকে তাদের মিলান থেকে নির্বাসনের কাহিনী বলছেন, তিনি বিশেষভাবে গনজালোর সদয় স্বভাবের কথা উল্লেখ করেন। প্রসপেরোর ভাই অ্যান্টোনিও এবং রাজা আলোনসো তাদের পুরোনো নৌকায় সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই কাজের দায়িত্ব গনজালোর উপর রাখা হয়। "পরোপকার" এবং "সদয়তার" কারণে, গনজালো গোপনে নৌকাটি শুধু খাবার, পানি এবং জামা-পোশাকে সজ্জিত করেন না, বরং প্রসপেরোর সবচেয়ে মূল্যবান জিনিসও দেন: তার জাদুকরী বই। এই দয়াশীল কাজ তাদের বেঁচে থাকার জন্য এবং প্রসপেরোর দ্বীপে তার জাদু শাস্ত্রে দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি শুরু থেকেই গনজালোর চরিত্রকে মহৎ ও বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 14 hours ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 16 hours ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 16 hours ago
Who is the author of the poem containing the line “He prayeth best, who loveth best / All things both great and small”?
Created: 3 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
Lord Byron
C
John Keats
D
William Wordsworth
"He prayeth best, who loveth best / All things both great and small" এই লাইনটি Samuel Taylor Coleridge-এর কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশিত: ১৭৯৮ সালে, Lyrical Ballads-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: Romantic-era কবিতা
-
মূল ভাব: প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সত্যিকারের প্রার্থনার ধারণা
কবিতার মূল চরিত্র:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
Nightmare
-
Life in Death
সার-সংক্ষেপ:
-
নাবিক একটি Albatross হত্যা করে, যা জাহাজে অভিশাপ নিয়ে আসে।
-
তার সঙ্গে থাকা সবাই মারা যায়; একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিখে।
-
শেষপর্যন্ত সে সারা পৃথিবী ঘুরে এই গল্প শোনাতে বাধ্য হয়।
Famous quotations:
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best / All things both great and small."
Samuel Taylor Coleridge:
-
English lyrical poet, critic, এবং philosopher
-
Romantic যুগের শুরুতে William Wordsworth-এর সাথে Lyrical Ballads রচনা
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
উত্তর: Samuel Taylor Coleridge

0
Updated: 3 weeks ago
"Art for art's sake" was the slogan of -
Created: 3 weeks ago
A
Renaissance Period
B
Neoclassical Period
C
Victorian Period
D
Romantic Period
• "Art for art's sake" was the slogan of - The Romantic Period.
- 1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic period began in 1798 with the publication of “Lyrical Ballads” a collection of romantic poems by William Wordsworth and S.T. Coleridge.
-The Romantic Period is the shortest period of English Literature, যার স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.

0
Updated: 3 weeks ago