A
Ferdinand
B
Antonio
C
Gonzalo
D
Trinculo
উত্তরের বিবরণ
• ফার্দিনান্দ নেপলসের রাজপুত্র এবং আলোনসোর ছেলে। সে ঝড়ের কারণে তার পিতার থেকে বিচ্ছিন্ন হয় এবং অন্যান্য রাজকীয় ব্যক্তিরা তাকে মৃত ভেবে নেয়। তিনি প্রসপেরোর কন্যা মিরান্ডার সঙ্গে প্রেমে পড়েন।
অ্যান্টোনিও প্রসপেরোর ভাই এবং মিলানের দখলকৃত ডিউক।
গনজালো আলোনসো রাজ্যের একজন সৎ প্রবীণ উপদেষ্টা।
ট্রিঙ্কুলো আলোনসো রাজার জোকার এবং একটি কমেডিয়ার চরিত্র।

0
Updated: 14 hours ago
Who plays the role of a foil to Mr. Darcy’s character?
Created: 6 days ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Bingley
D
Mr. Wickham
Foil মানে হলো বিপরীত চরিত্র, যার মাধ্যমে মূল চরিত্রের গুণ স্পষ্ট হয়। Darcy গম্ভীর, নীতিবান ও দায়িত্বশীল। তার বিপরীতে Wickham মোহনীয় কিন্তু প্রতারক। প্রথমে Elizabeth ও পাঠক Wickham-কে আকর্ষণীয় ভাবে দেখে, আর Darcy-কে অহংকারী ভাবে।
কিন্তু পরে সত্য প্রকাশ পায়—Darcy আসলে নৈতিকভাবে শক্তিশালী, আর Wickham দুর্নীতিগ্রস্ত। এই বিপরীতে Austen দেখান, সত্যিকার ভদ্রতা বাহ্যিক আচরণে নয়, নৈতিকতায়।

1
Updated: 6 days ago
A
song embodying religious and sacred emotions _____.
Created: 1 month ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
ব্যাখ্যা:
(ক) Lyric গীতিকবিতা- Lyric is a
collection of verses and choruses, making up a complete song, or a short and
non-narrative poem. A lyric uses a single speaker, who expresses personal
emotions or thoughts.
(খ) Ode গাথা-কবিতা- An ode is a lyrical poem that expresses
intense feelings, such as love, respect, or praise for someone or something.
(গ)
Hymn স্তুতিগীত, ঈশ্বর-বন্দনা- A Hymn is
a religious song or poem of praise to God.
(ঘ)
Ballad কাহিনীসংবলিত গান / কবিতা- Ballad is a poem or song that narrates a story
in short stanzas.

0
Updated: 1 month ago
Which Bennet sister is the most serious and bookish?
Created: 6 days ago
A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 6 days ago