What is the comic subplot involving Stephano and Trinculo?
A
They attempt to build a new ship to escape the island.
B
They conspire with Caliban to murder Prospero and become kings of the island.
C
They try to teach Caliban how to be a "civilized" butler.
D
They fall in love with Miranda and compete for her affection.
উত্তরের বিবরণ
এই প্লটলাইন নাটকের প্রধান কমেডি বা comic relief এর উৎস হিসেবে কাজ করে।
-
নাটকের শুরুতে জাহাজে দুর্ঘটনার পর মদ্যপ অবস্থায় থাকা বাটলার Stephano এবং জোকারের চরিত্র Trinculo Caliban-এর সঙ্গে দেখা করে।
-
Caliban তাদেরকে শক্তিশালী মনে করে কারণ তাদের কাছে মদ আছে, এবং সে তাদের প্রতি বিশ্বাস এবং আনুগত্য প্রদর্শন করে।
-
Caliban তাদেরকে প্রলুব্ধ করে তার প্রভু Prospero কে উৎখাত করার পরিকল্পনায় সাহায্য করতে, এবং এর মাধ্যমে নাটকের কমেডি উপকাহিনী শুরু হয়।
-
এই কমেডি সাবপ্লটের মূল হলো তাদের বোকামি এবং মদ্যপ অবস্থায় করা ভুলধামি-ভরা ষড়যন্ত্র।
-
Caliban প্রতিশ্রুতি দেয়, যদি তারা Prospero-কে হত্যা করে (বিশেষ করে দুপুরে ঘুমের সময়), তবে Stephano দ্বীপের রাজা হতে পারে এবং Miranda কে তার রানী হিসেবে পেতে পারে।
-
তাদের হত্যা পরিকল্পনা বারবার তাদের নিজের বোকামি এবং Ariel-এর জাদুকরী হস্তক্ষেপ দ্বারা ব্যর্থ হয়। Ariel তাদের সঙ্গীতের মাধ্যমে বিভ্রান্ত করে এবং যন্ত্রণায় ফেলতে থাকে, ফলে তাদের মহৎ পরিকল্পনা পুরোপুরি হাস্যকর ফার্সে পরিণত হয়।

0
Updated: 3 weeks ago
How does Hamlet die?
Created: 2 months ago
A
Stabbed with a poisoned sword
B
Drinks poison
C
Killed by Claudius’s guards
D
Commits suicide
Laertes ও Hamlet-এর দ্বন্দ্বযুদ্ধে Claudius-এর ষড়যন্ত্রে বিষ মাখানো তরবারি ব্যবহার হয়। লড়াইয়ের সময় তারা একে অপরকে আঘাত করে। বিষের কারণে Hamlet মারা যায়, কিন্তু এর আগে Claudius-কে হত্যা করে এবং তার বাবার প্রতিশোধ নেয়।

1
Updated: 2 months ago
William Shakespeare was born in -
Created: 3 weeks ago
A
1654 AD
B
1664 AD
C
1554 AD
D
1564 AD
William Shakespeare
-
English dramatist এবং poet।
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon।
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬।
-
উপাধি: The Bard of Avon, National Poet of England, The Great Dramatist of All Time, Poet of Human Nature।
-
সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama।

1
Updated: 3 weeks ago
What is the purpose of the play-within-the-play, “The Mousetrap”?
Created: 2 months ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To honor Hamlet’s father
D
To distract from politics
হ্যামলেট নাটকের মধ্যে নাটক আয়োজন করে, যাতে তার পিতার হত্যার ঘটনা অভিনীত হয়। সে দেখে ক্লডিয়াসের প্রতিক্রিয়া কেমন হয়। ক্লডিয়াস বিচলিত হয়ে উঠে গেলে তার অপরাধ প্রমাণিত হয়। এটি নাটকের সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

1
Updated: 2 months ago