A
মুহুর্মুহু
B
মূহুর্মুহু
C
মুর্হুমূর্হু
D
মুর্হুর্মূহু
উত্তরের বিবরণ
মুহুর্মুহু (অব্যয়)
-
এটি সংস্কৃত ভাষার একটি শব্দ।
-
গঠনে রয়েছে প্রকৃতি প্রত্যয়: মুহুঃ + মুহুঃ।
-
অর্থ: বারবার, ঘনঘন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 days ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 2 days ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
সমীচীন
B
সমিচীন
C
সমীচিন
D
সমিচিন
শুদ্ধ বানান - সমীচীন।
• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Created: 2 months ago
A
হাতি/হাতী
B
নারি/নারী
C
জাতি/জাতী
D
দাদি/দাদী
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে:
-
নারি, নারী — উভয়ই বানান শুদ্ধ।
নারি (ক্রিয়া পদ)
-
এটি একটি বাংলা শব্দ।
-
অর্থ: না পারি।
-
উদাহরণ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
নারী (বিশেষ্য পদ)
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: স্ত্রীকুলের প্রাপ্তবয়স্ক মানুষ, মানবী।
অন্যদিকে,
-
হাতি, জাতি, দাদি — এই বানানগুলো শুদ্ধ।
-
তবে হাতী, জাতী, দাদী বানানগুলো অশুদ্ধ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago