Who is the "honest old Councilor" who helped Prospero and Miranda survive?
A
Sebastian
B
Francisco
C
Gonzalo
D
Adrian
উত্তরের বিবরণ
Act 1, Scene 2-এ Prospero যখন Miranda-কে বলে দেয় কিভাবে তারা Milan থেকে নির্বাসিত হয়েছিল, সে বিশেষভাবে Gonzalo-এর দয়া ও সদয় স্বভাবের প্রশংসা করে।
Prospero-এর ভাই Antonio এবং King Alonso তাদের একটি ভাঙাচোরা নৌকায় সমুদ্রের দিকে পাঠানোর নির্দেশ দিলেও, Gonzalo-কে এই কাজে নিয়োগ করা হয়েছিল। Gonzalo দয়া ও উদারতার কারণে গোপনে তাদের নৌকায় শুধু খাবার, পানি এবং জামাকাপড়ই নয়, Prospero-এর সবচেয়ে মূল্যবান জাদু বইগুলোও রাখে।
এই সহানুভূতির কাজ তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং Prospero-কে দ্বীপে তার শিল্পে পারদর্শী হতে সাহায্য করে। এভাবে, Gonzalo-এর চরিত্র শুরু থেকেই উজ্জ্বল, নৈতিক এবং বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়।

1
Updated: 3 weeks ago
What is the political subplot involving Fortinbras?
Created: 2 months ago
A
Revenge against Denmark
B
Alliance with England
C
Claiming the Danish throne by marriage
D
Rebellion inside Norway
Fortinbras নরওয়ের রাজপুত্র, যিনি ডেনমার্কের হারানো জমি ফেরত পেতে চায়। তার বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেও Claudius কূটনীতির মাধ্যমে তাকে থামানোর চেষ্টা করে। Fortinbras-এর দৃঢ়তা Hamlet-এর দ্বিধার বিপরীতে একটি প্রতিচ্ছবি।

0
Updated: 2 months ago
Why does Malcolm describe himself as worse than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To see if Macduff will still support him
B
To gain sympathy
C
To mislead the English army
D
To insult Macbeth
Malcolm মিথ্যা বলে যে সে লোভী, অসৎ ও নীতিহীন, যেন দেখে Macduff কেবল ক্ষমতার জন্য তাকে সমর্থন করছে কি না। Macduff তার প্রতি ঘৃণা প্রকাশ করলে Malcolm বুঝতে পারে সে সত্যিই দেশপ্রেমিক।

0
Updated: 2 months ago
The play 'Arms and the Man' is by-
Created: 2 months ago
A
James Joyce
B
Samuel Beckett
C
Arthur Miller
D
George Bernard Shaw
Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 months ago