Which character is the son of Alonso, King of Naples?
A
Ferdinand
B
Antonio
C
Gonzalo
D
Trinculo
উত্তরের বিবরণ
এই প্রশ্নে "The Tempest" নাটকের প্রধান চরিত্রগুলোর পরিচয় জানতে চাওয়া হয়েছে। প্রতিটি চরিত্রের ভূমিকা ও সম্পর্ক ব্যাখ্যা করা হলো—
• Ferdinand হলেন Naples-এর রাজপুত্র এবং Alonso-এর ছেলে। ঝড়ের কারণে তিনি তার বাবার থেকে আলাদা হয়ে যান এবং অন্যান্য মহারাজগণ তাকে মৃত মনে করেন। তিনি সেই চরিত্র যিনি Prospero-এর মেয়ে Miranda-এর সাথে প্রেমে পড়ে।
• Antonio হলেন Prospero-এর ভাই এবং Milan-এর অভ্যন্তরীণ রাজা (usurping Duke)।
• Gonzalo হলেন King Alonso-এর আদালতের একজন সতর্ক এবং সৎ প্রাচীন উপদেষ্টা।
• Trinculo হলেন King Alonso-এর জোকার, অর্থাৎ এক ধরনের comic character যিনি নাটকে হাস্যরস তৈরি করেন।
1
Updated: 3 weeks ago
"Fair is foul, and foul is fair" Who said this?
Created: 3 weeks ago
A
Three witches
B
Ariel
C
Lady Macbeth
D
Regan
"Fair is foul, and foul is fair" হলো Macbeth নাটকের মূল থিম। এটি তিনজন witches-এর মুখে বলা হয় এবং নাটকের কাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
এটি নির্দেশ করে যে বস্তুর প্রকৃতি প্রায়শই ভিন্ন মনে হয় (Appearance vs. Reality)।
-
ভালো ও মন্দ উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ যা ভালো মনে হয় তা মন্দ হতে পারে।
-
এটি Macbeth-এর নিজের যাত্রার পূর্বাভাস দেয়, যিনি একসময় একজন নিষ্ঠাবান ("fair") নায়ক ছিলেন, পরে হয়ে যান হত্যাকারী ("foul") নরপতি।
0
Updated: 3 weeks ago
Lear is king of what country?
Created: 3 weeks ago
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
King Lear হলেন ব্রিটেনের রাজা। এই নাটকে তিনি তাঁর পুরো রাজ্যকে ভাগ করেন দুই জোড়া জামাইয়ের মধ্যে:
-
The Duke of Albany (একটি প্রাচীন নাম Scotland-এর জন্য)
-
The Duke of Cornwall (ইংল্যান্ডের একটি অঞ্চল)
যেহেতু তার সার্বভৌম ক্ষমতা এই দুই প্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত, তাই তিনি সমগ্র ব্রিটেনের শাসক। নাটকটি অন্যান্য স্থানকেও উল্লেখ করে, যেমন France, যা এখানে বিদেশী ও স্বাধীন রাজ্য হিসেবে চিত্রিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
Created: 1 month ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago