Who is Prospero's brother, who usurped his title as Duke of Milan?
A
Alonso
B
Gonzalo
C
Antonio
D
Sebastian
উত্তরের বিবরণ
Act 1, Scene 2-এ প্রসপেরো মিরান্ডাকে তার পটভূমি বর্ণনা করেন, ব্যাখ্যা করে কীভাবে তারা দ্বীপে পৌঁছায়। তিনি স্পষ্টভাবে তার ভাই অ্যান্টোনিওকে বর্ণনা করেন, যিনি তাকে বিশ্বাসঘাতকতা করেন।
প্রসপেরো তার গোপন অধ্যয়নে নিমগ্ন থাকা অবস্থায় রাজ্যের পরিচালনার দায় অ্যান্টোনিওর হাতে দেন। প্রতিপত্তির লালসায় অ্যান্টোনিও আলোনসো (নেপলসের রাজা)-র সঙ্গে চুক্তি করে প্রসপেরোকে উৎখাত করার জন্য।
বিনিময়ে সম্মান ও ভক্তি পাওয়ার জন্য, আলোনসো অ্যান্টোনিওকে মিলানের ডিউকের পদ দখল করতে সাহায্য করেন এবং প্রসপেরো ও শিশু মিরান্ডাকে সমুদ্রে ভাসিয়ে মারা পাঠানো হয়।

0
Updated: 3 weeks ago
Which one of Lear's counsellors reprimands the king for exiling his daughter?
Created: 1 week ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Kent
D
Edmund
The Earl of Kent ছিলেন রাজা Lear-এর সবচেয়ে বিশ্বস্ত ও সৎ উপদেষ্টা। যখন Lear হঠাৎ করে Cordelia-কে তার প্রতি ভালোবাসা প্রকাশ না করার কারণে নির্বাসিত করেন, তখন Kent সাহসিকতার সঙ্গে রাজাকে এই অন্যায় ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের জন্য তিরস্কার করেন।
তিনি একমাত্র ব্যক্তি যিনি রাজাকে সরাসরি বলেন যে এই আচরণ রাজকীয় মর্যাদার পরিপন্থী এবং Cordelia-র প্রতি অন্যায়। Kent-এর এই স্পষ্টবাদিতা ও আনুগত্যের জন্যই Lear তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন।
এভাবে Kent-এর চরিত্র Shakespeare-এর নাটকে loyalty, courage এবং moral integrity-র প্রতীক হিসেবে প্রকাশ পায়। তিনি নির্বাসনের পরও রাজাকে সাহায্য করতে ছদ্মবেশে ফিরে আসেন, যা তার সত্যিকার বিশ্বস্ততার প্রমাণ।

0
Updated: 1 week ago
Which daughter shows true loyalty to Lear?
Created: 2 months ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
None
করডেলিয়া তার বাবার প্রতি সত্যিকারের আনুগত্য দেখায়। প্রশংসা না করেও সে শেষে রাজাকে রক্ষা করতে আসে। তার মৃত্যু নাটকের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত।

0
Updated: 2 months ago
What does Iago suspect Othello of?
Created: 1 week ago
A
Plotting to kill him
B
Mistreating Desdemona
C
Sleeping with Emilia
D
Stealing from Roderigo
Iago মনে করে (বা এমন ভান করে) যে Othello তার স্ত্রী Emilia-র সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এই সন্দেহ থেকেই তার মনে গভীর হিংসা ও প্রতিশোধের বীজ জন্মায়।
-
প্রথমত, Iago বিশ্বাস করায় যে Othello তার সম্মান নষ্ট করেছে—এই ধারণা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে।
-
দ্বিতীয়ত, এই অভিযোগ আসলে একটি মিথ্যা অজুহাত (fabricated motive)—Iago নিজের অপরাধবোধ ও ঈর্ষাকে ঢাকতে এই কারণটি ব্যবহার করে।
-
সবশেষে, এই মিথ্যা সন্দেহই Othello-র প্রতি তার ঘৃণার প্রধান প্রেরণা হয়ে ওঠে, যা তাকে ধীরে ধীরে এক ভয়ংকর ষড়যন্ত্রের পথে ঠেলে দেয়।

0
Updated: 1 week ago