What game are Ferdinand and Miranda playing when they are revealed to the nobles?
A
Checkers
B
Cards
C
Chess
D
Dice
উত্তরের বিবরণ
প্লের শেষ অধ্যায়ে (Act V, Scene 1), যখন প্রসপেরো রাজা আলনসো এবং অন্যান্য অভিজাতদের সঙ্গে পুনর্মিলন ঘটান, তখন তিনি একটি শেষ বিস্ময় প্রকাশ করেন। তিনি পর্দা সরিয়ে দেখান ফার্ডিনান্দ এবং মিরান্ডা-কে, যাদের মৃত মনে করা হয়েছিল।
তারা সুখে একটি চেস খেলা খেলতে দেখা যায়। এই খেলা নিজেই প্রতীকী অর্থ বহন করে। রাজনীতি ও কৌশলের খেলা হিসেবে এটি ইঙ্গিত দেয় যে নবীন যুগলটি রাজনৈতিকভাবে উপযুক্ত এবং ভবিষ্যতে শাসক হিসাবে তাদের ভূমিকার জন্য প্রস্তুত।
খেলার নিয়ম নিয়ে তাদের হালকা মনোভাবপূর্ণ তর্ক তাদের পিতামাতার মৃত্যুঞ্জয় রাজনীতিক খেলাধুলার সঙ্গে তীব্র ভিন্নতা প্রকাশ করে, যা একটি নতুন, আশা পূর্ণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে।

2
Updated: 3 weeks ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 2 months ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 2 months ago
What task does Prospero assign to Ferdinand to test his love for Miranda?
Created: 1 month ago
A
To build them a new house
B
To solve a series of magical riddles
C
To hunt and kill a dangerous beast
D
To pile up thousands of logs
ফার্ডিনান্ড এবং মিরান্ডা একদম প্রথম দর্শনেই প্রেমে পড়ার পর, প্রসপেরো রাগ দেখানোর ভান করে ফার্ডিনান্ডকে স্পাই হিসেবে অভিযোগ করে। ফার্ডিনান্ডের চরিত্র এবং তার প্রেমের সত্যতা পরীক্ষা করার জন্য, প্রসপেরো তাকে দাস হিসেবে ব্যবহার করে এবং তাকে কঠিন ও নীচ ধরনের কাজ—ভারি কাঠ বয়ে নিয়ে সাজানো—সোম্পন্ন করার জন্য দেয়। এটি দেখা যায় অ্যাক্ট ৩, সিন ১-এ, যেখানে ফার্ডিনান্ড একটি লোগ বহন করছে।
এই শ্রমের কঠিনতা দেখায় যে, তার মিরান্ডার প্রতি অনুভূতি সত্যিকারের এবং সে তার জন্য কঠিন পরিশ্রমও করতে প্রস্তুত। মিরান্ডা তাকে এই কাজে দেখে দয়া অনুভব করে এবং সাহায্য করতে এগিয়ে আসে, যা তাদের পার্থক্যহীন এবং সত্যিকারের প্রেমকে আরও প্রমাণ করে।

0
Updated: 3 weeks ago
"Cymbeline" was written by-
Created: 2 months ago
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.

0
Updated: 2 months ago