বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF):
-
দেশের একমাত্র সরকারি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন প্রতিষ্ঠান।
-
অবস্থান: গাজীপুর জেলা, চতর মৌজা, ৩০৩.১৪ একর জমিতে।
-
প্রতিষ্ঠা: ৬ এপ্রিল ১৯৭০, চীনের কারিগরী সহযোগিতায়।
-
নিয়মিত উৎপাদন শুরু: ১৯৭৭।
-
কার্যক্রম: সামরিক ও আধা সামরিক বাহিনীর চাহিদা পূরণ, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ও রপ্তানি, দেশের নিরাপত্তা জোরদার করা।