২০২৪-২৫ অর্থবছরের জিডিপি সাময়িক হিসাব:
-
শিল্প খাত: প্রবৃদ্ধির হার ৪.৩৪% (২০২৩-২৪: ৩.৫১%, ০.৮৩ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি)
-
কৃষি খাত: জিডিপিতে অবদান ১.৭৯%
-
সেবা খাত: জিডিপিতে অবদান ৪.৫১%
বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত (সাময়িক ২০২৪-২০২৫ অর্থবছর)?
A
৫.৭৩%
B
৩.৩৪%
C
৬.৭৩%
D
৪.৩৪%
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৬.২%
B
৫.৫%
C
৬.৫%
D
৫.০%
• বাজেট ২০২৫-২৬:
বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
বাজেটের পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
বাজেট ঘাটতি: বাজেটের ৩.৬২ শতাংশ।
বাজেটের পরিচালন ব্যয়: ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ।
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫ শতাংশ।
উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
সামাজিক অবকাঠামোতে বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা।
উৎস: বাজেট ২০২৫-২৬
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার-
Created: 1 month ago
A
৫.৫ শতাংশ
B
৬.৫ শতাংশ
C
৪.৫ শতাংশ
D
৫ শতাংশ
0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
Created: 1 month ago
A
$ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
B
$ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
C
$ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
D
$ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
0
Updated: 1 month ago