A
To build them a new house
B
To solve a series of magical riddles
C
To hunt and kill a dangerous beast
D
To pile up thousands of logs
উত্তরের বিবরণ
• ফার্দিনান্দ এবং মিরান্ডা প্রথম দর্শনেই প্রেমে পড়ার পর, প্রসপেরো রেগে যাওয়ার ভান করেন এবং ফার্দিনান্দকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করেন। ফার্দিনান্দের চরিত্র এবং তার প্রেমের সততা পরীক্ষা করতে, প্রসপেরো তাকে দাসত্বে বাধ্য করেন এবং ভারী কাঠ বহন ও স্তূপ করার কঠোর ও নিম্নস্তরের কাজ অর্পণ করেন। এটি Act 3, Scene 1-এ দেখা যায়, যেখানে ফার্দিনান্দ একটি কাঠ বহন করছে। এই শ্রমের কষ্টের উদ্দেশ্য হলো প্রমাণ করা যে তার মিরান্ডার প্রতি অনুভূতি প্রকৃত এবং সে তার জন্য কষ্টও সহ্য করতে প্রস্তুত। মিরান্ডা তাকে এই কাজ করতে দেখে দয়া অনুভব করে এবং সাহায্য করার প্রস্তাব দেয়, যা তাদের পারস্পরিক এবং আন্তরিক প্রেমকে আরও প্রকাশ করে।

0
Updated: 14 hours ago
Which daughter refuses to flatter Lear, saying she loves him "according to my bond; no more nor less," and is subsequently banished?
Created: 1 week ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
King Lear – Opening Scene and Cordelia’s Disownment
-
Context: Lear demands that his three daughters publicly declare their love for him.
-
Goneril and Regan: Give elaborate, flattering speeches to win his favor.
-
Cordelia: Refuses to participate in the dishonest display.
-
Her response: "Nothing, my lord."
-
She explains she loves him truly and appropriately: "according to my bond; no more nor less."
-
-
Outcome: Lear, perceiving this as a lack of affection, disowns Cordelia and banishes her from the kingdom without a dowry.

0
Updated: 1 week ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 6 days ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 6 days ago