A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী আবদুল ওদুদ
C
মোহাম্মদ লুৎফর রহমান
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরীর উক্তি ও সাহিত্যিক পরিচিতি
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" — এই প্রবাদটি প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
-
তাঁর অন্যান্য জনপ্রিয় উক্তির মধ্যে রয়েছে:
-
"ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।"
-
"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।"
-
প্রমথ চৌধুরীর জীবন ও কর্ম:
-
বাংলা সাহিত্যে তিনি প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী এবং গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে পরিচিত।
-
ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে তিনি বিশেষ খ্যাত।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
তিনি ‘সবুজপত্র’ (১৯১৪), ‘বিশ্বভারতী’, ‘রূপ ও রীতি’, এবং ‘অলকা’ পত্রিকার সম্পাদকত্ব করেছেন।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লাকড়ী
-
বীরবলের হালখাতা (বাংলা গদ্যের চলিত রীতির প্রথম রচনা)
-
নানাকথা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago