A
Honesty is the best policy.
B
He opened the door.
C
She bought a pen.
D
The cat is black.
উত্তরের বিবরণ
Coming......

0
Updated: 2 months ago
What kind of noun is 'Cattle'?
Created: 2 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

0
Updated: 2 months ago
Choose the sentence with an abstract noun.
Created: 3 months ago
A
His honesty impressed the judges.
B
The child plays in the park.
C
She opened the window.
D
I bought a new laptop yesterday.

0
Updated: 3 months ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 3 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 3 months ago