A
Caliban
B
Ariel
C
Ferdinand
D
Gonzalo
উত্তরের বিবরণ
• অ্যারিয়েল হলো হাওয়াময় আত্মা যাকে প্রসপেরো একটি গাছের মধ্যে বন্দী থাকা অবস্থায় থেকে মুক্তি দিয়েছিলেন। এই মুক্তির বিনিময়ে, অ্যারিয়েল জাদুকরীভাবে পুরো নাটকের সময় প্রসপেরোর আদেশ পালন করতে বাধ্য।
কালিবান প্রসপেরোর অন্য একজন দাস, কিন্তু সে জাদুকরী জাদুকরী শিকারী সাইকোর্যাক্সের ছেলে এবং প্রায়শই ভূমির এক দৈত্যসদৃশ প্রাণী হিসেবে বর্ণিত হয়, আত্মা নয়।
ফার্দিনান্দ নেপলসের রাজপুত্র, যিনি মিরান্ডার প্রতি প্রেমে পড়েন। সে মানব, আত্মা নয়।
গনজালো হলেন সৎ প্রবীণ উপদেষ্টা, যিনি প্রসপেরোকে মিলান থেকে পালাতে সাহায্য করেছিলেন। তিনি ও মানব।

0
Updated: 14 hours ago
“The Tempest” opens with what dramatic event?
Created: 14 hours ago
A
A royal wedding
B
A declaration of war
C
A magical banquet
D
A violent shipwreck (a tempest)
• নাটকের শিরোনাম The Tempest সরাসরি এর প্রথম দৃশ্যের (Act 1, Scene 1) সঙ্গে সম্পর্কিত। দর্শক প্রথমেই দেখে একটি জাহাজ যে ভয়ঙ্কর, জাদুকরীভাবে সৃষ্ট ঝড়ে ছিন্নভিন্ন হচ্ছে। দৃশ্যটি ভরপুর নাবিকদের উৎকণ্ঠিত চিৎকার, রাজকীয় যাত্রীদের ভীতিকর আর্তনাদ এবং বজ্রগর্জনের শব্দে, যা অবিলম্বে বিশৃঙ্খলা ও সংকটের সুর স্থাপন করে। এই নাটকীয় ঘটনা প্রসপেরোর প্রথম প্রতিশোধের কাজ এবং চরিত্রগুলোকে তার দ্বীপে ছড়িয়ে দিয়ে পুরো প্লটের সূচনা করে।

0
Updated: 14 hours ago
'Gulliver's Travels' is a famous satire from -
Created: 1 week ago
A
18th century
B
19th century
C
20th century
D
21st century
✦ Gulliver's Travels (উপন্যাস)
-
লেখক: Jonathan Swift
-
প্রকাশকাল: ১৭২৬
-
ধরণ: 18th century-এর বিখ্যাত satire
-
লিখিতকালের ঐতিহাসিক প্রেক্ষাপট: Augustan Age
-
সংখ্যা খন্ড: ৪
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
কাহিনি সংক্ষেপ
-
নায়ক: Lemuel Gulliver
-
সমুদ্র ভ্রমণে বের হওয়ার সময় ঝড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং এমন এক দেশে পৌঁছে যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুট রাজ্যে:
-
Gulliver তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা কাজে সাহায্য করে।
-
পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এক পর্যায়ে সে রোষের শিকার হয়; তার চোখ তুলে ফেলার শাস্তি হয়।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়িয়ে বেঁচে ফিরে আসে।
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
বিশেষত্ব: Augustan Age-এর প্রখ্যাত prose satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-

0
Updated: 1 week ago
Which one is the final book in the Harry Potter series?
Created: 19 hours ago
A
Harry Potter and the Philosopher’s Stone.
B
Harry Potter and the Goblet of Fire.
C
Harry Potter and the Deathly Hallows.
D
Harry Potter and the Half-Blood Prince.
Harry Potter and the Deathly Hallows
-
J.K. Rowling-এর Harry Potter সিরিজের শেষ বই
-
সিরিজের মূল চরিত্র: Harry Potter, Hermione Granger, Ron Weasley
-
গল্প: হ্যারি ও তার বন্ধুদের ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই
-
মূল থিম: বন্ধুত্ব, সাহসিকতা, আত্মত্যাগ
J.K. Rowling
-
পূর্ণ নাম: Joanne Kathleen Rowling (জন্ম 31 July 1965, Yate, England)
-
British author, Harry Potter সিরিজের স্রষ্টা
-
উক্তি: “We are only strong as we are united, as weak as we are divided.”
Harry Potter সিরিজের বইসমূহ
-
Philosopher’s Stone
-
Chamber of Secrets
-
Prisoner of Azkaban
-
Goblet of Fire
-
Order of the Phoenix
-
Half-Blood Prince
-
Deathly Hallows

0
Updated: 19 hours ago