A
They are needy, dependent, and nagging
B
women are weak-willed, and need guidance
C
They are deceptive, lusty, and manipulative
D
They are lusty, but misguided
উত্তরের বিবরণ
• প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে, ইয়াগোর নারী সম্পর্কে ধারণা সবচেয়ে ভালোভাবে সংক্ষেপে বোঝায় যে C) তারা প্রতারণামূলক, কামুক এবং কূটচালক। শেকসপিয়রের Othello-তে ইয়াগো নারীদের নিয়ে গভীরভাবে নরকীয় এবং সন্দেহমূলক মনোভাব প্রকাশ করে। তিনি বিশ্বাস করেন যে নারীরা স্বাভাবিকভাবেই অবিশ্বাসযোগ্য, যৌন আকাঙ্ক্ষা দ্বারা চালিত এবং কূটচালনায় প্রবণ। নারীদের উল্লেখ করতে তার ভাষা প্রায়ই অবমাননাকর ও প্রাণিসংক্রান্ত চিত্রে ভরা, এবং তার কার্যকলাপও নারীদের প্রতারণার পূর্বধারণার উপর ভিত্তি করে।
ইয়াগোর নিজের স্ত্রী এমিলিয়ার ব্যাপারে ভিত্তিহীন সন্দেহ যে তিনি ওথেলো এবং ক্যাসিওর সঙ্গে প্রেমে লিপ্ত, তার প্রতিশোধমূলক ষড়যন্ত্রকে উৎসাহিত করে। এই প্যারানয়াই তার বিশ্বাস প্রকাশ করে যে নারীরা স্বাভাবিকভাবেই অবিশ্বাসী। তিনি তার সাইন্যিক মতবাদকে সাধারণীকরণ করে বলেন:
"You are pictures out of doors, / Bells in your parlors, wild-cats in your kitchens, / Saints in your injuries, devils being offended, / Players in your housewifery, and housewives in your beds" (Act II, Scene i)
এই উদ্ধৃতিটি স্পষ্টভাবে দেখায় যে নারীরা প্রকাশ্যে ন্যায়পরায়ণ এবং সৎ মুখোশ ধারণ করে, অথচ ব্যক্তিগতভাবে প্রতারণামূলক এবং অশৃঙ্খল।
অধিকন্তু, ইয়াগো ওথেলোকে প্রভাবিত করতে দেশডিমোনাকে, যিনি প্রকৃতপক্ষে সৎ, প্রতারণামূলক ও কামুক অবলীলাসহ একজন নায়িকা হিসেবে উপস্থাপন করেন। তিনি ওথেলোকে বিশ্বাস করান যে দেশডিমোনার নির্দোষতা কেবল তার প্রতারণার আড়াল। ইয়াগোর পুরো ষড়যন্ত্র নারীদের কল্পিত প্রতারণা ও যৌন প্রলোভনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি নারীদের জটিল আবেগ ও উদ্দেশ্যের অধিকারী হিসেবে দেখেন না, বরং তাদেরকে ব্যবহারযোগ্য বস্তু হিসেবে দেখেন, যারা সহজেই তাদের আকাঙ্ক্ষায় প্রভাবিত হয়। ইয়াগো বিয়াঙ্কাকে “hussy” আখ্যায়িত করে, যা তার বিশ্বাসকে আরও প্রমাণ করে যে নারীরা পুরুষকে প্রভাবিত করতে তাদের যৌনতা ব্যবহার করে।

0
Updated: 14 hours ago
Select the correctly spelled word:
Created: 3 days ago
A
Acquaintence
B
Acquaintance
C
Aqueintance
D
Acquintance
• Correct Answer: খ) Acquaintance.
• Acquaintance
- English Meaning : personal knowledge : familiarity.
- Bangla Meaning : পরিচিত ব্যক্তি / চেনাশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- Example: He is just an acquaintance, not a close friend.

0
Updated: 3 days ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 1 month ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 1 month ago
No one should waste ________ time.
Created: 21 hours ago
A
our
B
your
C
their
D
his
সঠিক উত্তর: ঘ) his
সম্পূর্ণ বাক্য:
No one should waste his time.
বর্ণনা:
-
যখন No/every/each + one এরূপে ব্যবহার করা হয়, অর্থাৎ one এর আগে কোনো qualifier শব্দ বসে, তখন one's ব্যবহৃত হয় না। এর পরিবর্তে his, her, he/she ইত্যাদি ব্যবহার করতে হয়।
উদাহরণসমূহ:
-
Inc. No one should kill away one's time.
-
Cor. No one should kill away his/her time.
-
Inc. There are sixty boys in the class; each one has done one's hometask.
-
Cor. There are sixty boys in the class; each one has done his hometask.
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 21 hours ago