A
The Duke
B
Iago
C
Emilia
D
Brabantio
উত্তরের বিবরণ
• এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসমূলক লাইনটি দেশডিমোনার পিতা ব্র্যাবান্টিও Act 1, Scene 3-এ বলেন।
বিবাহ বাতিল করার জন্য ডিউকের কাছে প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ার পর, কষ্টগ্রস্ত ও পরাজিত ব্র্যাবান্টিও ওথেলোর প্রতি চূড়ান্ত সতর্কতা জানায়। তিনি মনে করেন দেশডিমোনা তাকে প্রতারণা করেছে পালিয়ে যাওয়ার মাধ্যমে এবং এই প্রতারণার ধারণাটি তিনি তার নতুন স্বামীর সঙ্গে তার ভবিষ্যৎ সম্পর্কেও প্রয়োগ করেন।
এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইয়াগো পরে এই ধারণাটিকে ব্যবহার করে ওথেলোর মনকে বিষাক্ত করার শক্তিশালী অস্ত্র হিসেবে। Act 3, Scene 3-এ ইয়াগো ওথেলোকে মনে করিয়ে দেয়: “She did deceive her father, marrying you,” যা মূলত ব্র্যাবান্টিওর কথার পুনরাবৃত্তি, দেশডিমোনার সম্ভাব্য অবিশ্বাসকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ব্র্যাবান্টিওর রাগভরা সতর্কতা হয়ে ওঠে সেই প্রথম সন্দেহের বীজ, যা ইয়াগো দক্ষতার সঙ্গে লালন করে ওথেলোর ট্রাজিক ও সর্বগ্রাসী ঈর্ষার সৃষ্টি করে।

0
Updated: 14 hours ago
What kind of noun is 'Jury'?
Created: 3 days ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
• Other options:
ক) Proper Noun:
- যে noun দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে proper noun বলে।
- যেমন - Dhaka, Asif, Bangladesh, Padma.
খ) Common Noun:
- যে Noun দিয়ে কোনো এক জাতীয় জিনিস বুঝায় তাকে Common Noun বলে।
- যেমন- city, car, fruit.
ঘ) Material Noun:
- যে noun দিয়ে কোনো জড় বস্তুর নাম বুঝায় তাকে material noun বলে।
- যেমন- wood, water, gold, silver, steel, glass, cotton, plastic, and oil.

0
Updated: 3 days ago
London town is found a living being in the works of -
Created: 3 weeks ago
A
Thomas Hardy
B
W. Congreve
C
D. H. Lawrence
D
Charles Dickens
Charles Dickens তার উপন্যাসে লন্ডন শহরকে প্রায়ই একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। তার লেখায় শহরের রাস্তা, গলি, জনজীবন এবং পরিবেশ এমনভাবে বর্ণিত হয়েছে যেন শহরটি শ্বাস নিচ্ছে ও জীবন্ত।
উদাহরণ:
“It was one of those March days when the sun shines hot and the wind blows cold: when it is summer in the light, and winter in the shade.” — Great Expectations
Dickens-এর অন্যান্য উপন্যাস যেমন Bleak House, Oliver Twist, এবং David Copperfield-এও লন্ডনকে প্রাণবন্ত পরিবেশ হিসেবে দেখানো হয়েছে।
Charles Dickens (1812–1870)
-
জন্ম: 7 ফেব্রুয়ারি 1812, Portsmouth, Hampshire, England
-
Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বিশেষত দরিদ্র মানুষের সংগ্রাম ও সমাজের অন্যায় তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
ছদ্মনাম: Boz
-
জনপ্রিয় উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
-
Dickens-এর সাহিত্য লন্ডন শহরকে যেন প্রাণবন্ত করে তুলে ধরেছে এবং Victorian সমাজের বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর চিত্র ফুটিয়ে তুলেছে।

0
Updated: 3 weeks ago
Who is the most famous satirist in English literature?
Created: 3 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 3 months ago