বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI):
-
বাংলাদেশের কৃষি গবেষণার প্রধান সংস্থা, প্রধান লক্ষ্য: ধান উৎপাদন ও নতুন জাত উদ্ভাবন।
-
প্রতিষ্ঠা: ১ অক্টোবর ১৯৭০, জয়দেবপুর, গাজীপুর; স্বাধীনতার পর নামকরণ: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী।
-
কাঠামো: ১৯টি গবেষণা বিভাগ, ১৭টি আঞ্চলিক কার্যালয়, ৬টি স্যাটেলাইট চ্যানেল, ৩টি সাধারণ সেবা শাখা, ৮টি প্রশাসনিক শাখা।
-
আঞ্চলিক কার্যালয়: কুমিল্লা, হবিগঞ্জ, ফেনীর সোনাগাজী, ফরিদপুর ভাঙ্গা, বরিশাল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সুনামগর, কক্সবাজার, খাগড়াছড়ি।
-
নতুন ধান জাত ও উৎপাদন প্রকৌশলীদের কাজের কেন্দ্র: BRRI সদর দপ্তর।