'প্রভাত চিন্তা', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
A
কালীপ্রসন্ন সিংহ
B
কালীপ্রসন্ন ঘোষ
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
এস ওয়াজেদ আলী
উত্তরের বিবরণ
কালীপ্রসন্ন ঘোষ
কালীপ্রসন্ন ঘোষ ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা জেলার বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাগ্মী, সাংবাদিক, লেখক এবং পন্ডিত। তাঁর সাংবাদিক জীবনের শুরু হয় ঢাকার ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠিত ‘ঢাকা শুভসাধিনী সভা’ এর মুখপত্র ‘শুভসাধিনী’ সম্পাদনার মাধ্যমে।
কালীপ্রসন্ন ঘোষ দর্শন এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তাঁর কয়েকটি প্রসিদ্ধ প্রবন্ধ হলো—
-
প্রভাত-চিন্তা
-
নিভৃত-চিন্তা
-
নারীজাতিবিষয়ক প্রস্তাব
-
নিশীথ-চিন্তা
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
-
ভ্রান্তিবিনোদ
-
প্রমোদলহরী
-
ভক্তির জয়
-
মা না মহাশক্তি
-
জানকীর অগ্নিপরীক্ষা
-
ছায়াদর্শন
অতিরিক্তভাবে, তিনি ‘সঙ্গীতমঞ্জরী’ নামে একটি আধ্যাত্মিক সঙ্গীত সংকলন এবং ‘কোমল কবিতা’ নামে একটি শিশুপাঠ্য গ্রন্থও রচনা করেছেন।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে?
Created: 2 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মীর মশাররফ হোসেন
D
সৈয়দ শামসুল হক
চন্দরা ও ‘শাস্তি’ ছোটগল্প
-
চরিত্র পরিচিতি:
‘শাস্তি’ গল্পের প্রধান চরিত্র চন্দরা। চন্দরা একজন তীব্র ব্যক্তিত্বসম্পন্ন নারী, যিনি সমাজের প্রান্তিক শ্রেণীর হলেও দৃঢ়চিত্ত ও সাহসী। -
গল্পের সংক্ষিপ্ত কাহিনি:
গল্পে চন্দরার বড় ভাই রাগের বশে তার স্ত্রীকে হত্যা করে এবং দোষ চাপিয়ে দেয় ছোট ভাইয়ের স্ত্রী চন্দরার উপর। নিজের স্বামীর কথায় চন্দরা স্তব্ধ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুকেই মানতে হয় তাকে। -
গুরুত্বপূর্ণ সংলাপ:
চন্দরার স্বামীর একটি সংলাপ—
“ঠাকুর, বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না।”
-
অন্যান্য চরিত্র:
-
দুখিরাম
-
ছিরাম
-
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য ছোটগল্পের চরিত্র উদাহরণ
গল্প | চরিত্র |
---|---|
একরাত্রি | সুরবালা |
নষ্টনীড় | চারুলতা |
সমাপ্তি | মৃন্ময়ী |
শাস্তি | চন্দরা |
পোস্টমাস্টার | রতন |
উল্লেখযোগ্য ছোটগল্পসমূহ
-
ক্ষুধিত পাষাণ
-
নিশীতে
-
মণিহারা
-
কঙ্কাল
-
রবিবার
-
শেষকথা
-
পোস্টমাস্টার
-
ল্যাবরেটরি
-
দেনাপাওনা
-
রামকানাইয়ের নির্বুদ্ধিতা
-
যজ্ঞেশ্বরের যজ্ঞ
-
অনধিকার প্রবেশ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, রবীন্দ্রনাথ ঠাকুর, শাস্তি ছোটগল্প।

0
Updated: 2 weeks ago
'অধ্যাপক সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 weeks ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ রচনা করেন আনোয়ার পাশা।
-
এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
আনোয়ার পাশা
-
তিনি ছিলেন একাধারে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
-
জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
Created: 2 months ago
A
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
B
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
C
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
D
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
• কৃষ্ণকান্তের উইল:
- কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়।
- তিনটি চরিত্রে ত্রিভুজ প্রেমের কাহিনি বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।
উল্লেখযোগ্য চরিত্র:
- রোহিনী,
- ভ্রমর এবং
- গোবিন্দলাল।
---------------------------------
• 'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন।
- এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্র’র স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।
প্রধান চরিত্রগুলো হলো:
- বিনোদিনী,
- মহেন্দ্র,
- আশালতা,
- বিহারী,
- রাজলক্ষী প্রমুখ।
--------------------------
• 'চরিত্রহীন' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত।
- উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।
- গল্পটিতে চারটি নারী চরিত্র রয়েছে।
তার মধ্যে দুটি প্রধান চরিত্র:
- সাবিত্রী ও
- কিরণময়ী।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাস এবং 'চরিত্রহীন' উপন্যাস।

0
Updated: 2 months ago