What is the "divided duty" that Desdemona speaks of to her father?
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
উত্তরের বিবরণ
Othello নাটকে ডেসডিমোনা যখন ভেনিসের ডিউকের সামনে তার বাবার অভিযোগের জবাব দিতে আসে, তখন সে খুবই calm eloquence অর্থাৎ শান্ত কিন্তু স্পষ্টভাষীভাবে নিজের বক্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাই তার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা।
-
সে প্রথমেই স্বীকার করে যে তার life and education বা জীবন ও শিক্ষার জন্য বাবার কাছে তার কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা উচিত।
-
তবে এরপর যুক্তি দিয়ে বলে যে এখন তার আরও বড় দায়িত্ব তার স্বামীর প্রতি, কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
-
সে উদাহরণ হিসেবে নিজের মায়ের কথা তুলে ধরে, যিনি একসময় তার স্বামী Brabantio-কে নিজের বাবার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
-
এই বক্তব্যের মাধ্যমে ডেসডিমোনা প্রমাণ করে যে সে শুধু অনুগত মেয়ে নয়, বরং একজন woman of strength and conviction, যিনি নিজের পছন্দকে রক্ষা করতে ভয় পান না।

1
Updated: 3 weeks ago
What is the cause of Ophelia's death?
Created: 3 weeks ago
A
She is poisoned by Claudius.
B
She is stabbed by a stray sword during a fight.
C
She dies of a broken heart in her chambers.
D
She drowns in a river.
হ্যামলেট নাটকের চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে রাণী গারট্রুড একটি দুঃখময় এবং কাব্যময় বক্তব্যে ওপেলিয়ার মৃত্যুর বর্ণনা দেন। তিনি জানান, পিতার মৃত্যুজনিত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওপেলিয়া নদীর ধারে ফুল দিয়ে মালা গাঁথছিল।
-
ওপেলিয়া একটি উইলো গাছে উঠেছিল, কিন্তু ডাল ভেঙে গিয়ে সে পানিতে পড়ে যায়।
-
প্রথমে তার পোশাক ভেসে থাকতে সাহায্য করে, আর সে পুরোনো গানের টুকরো গাইতে থাকে, যেন বিপদ সম্পর্কে কোনো ধারণাই নেই।
-
ধীরে ধীরে পোশাক ভিজে ভারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে টেনে নিচে নামিয়ে মৃত্যু ঘটায়।
তাহলে সঠিক উত্তরঃ She drowns in a river.

0
Updated: 3 weeks ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 1 month ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 1 month ago
The famous line "To be, or not to be" is from which play?
Created: 1 week ago
A
King Lear
B
Hamlet
C
Othello
D
Macbeth
Correct Answer: Hamlet
বিখ্যাত লাইন “To be, or not to be” এসেছে William Shakespeare রচিত ট্র্যাজেডি “Hamlet” থেকে। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্য উক্তি, যেখানে মানব জীবনের অস্তিত্ব, দুঃখ, মৃত্যু ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে গভীর চিন্তাধারা প্রকাশ পেয়েছে।
Hamlet:
– Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ও বিশ্লেষিত ট্র্যাজেডিগুলোর একটি
– অন্যান্য ট্র্যাজেডির মতো এটিও ৫ acts বিশিষ্ট
– রচনা কাল: ১৫৯৯–১৬০১, প্রকাশকাল: ১৬০৩
– কেন্দ্রীয় চরিত্র Hamlet, ডেনমার্কের রাজপুত্র
– জার্মানি থেকে নিজ দেশে ফিরে এসে জানতে পারে, তার চাচা Claudius তার পিতাকে হত্যা করেছে এবং তার মা Gertrude-কে বিয়ে করেছে
– প্রতিশোধ নিতে গিয়ে Hamlet নানা মানসিক দ্বন্দ্বে পড়ে এবং অবশেষে নাটকের শেষে তার মৃত্যুর মাধ্যমে কাহিনির সমাপ্তি ঘটে
প্রধান চরিত্রসমূহ:
– Hamlet
– Claudius
– Gertrude
– Ophelia
– Polonius
– Horatio
বিখ্যাত উক্তিসমূহ:
– “To be or not to be, that is the question.”
– “Frailty, thy name is woman.”
– “Brevity is the soul of wit.”
William Shakespeare (1564–1616):
– জন্ম: April 26, 1564 — Stratford-upon-Avon, England
– মৃত্যু: April 23, 1616 — Stratford-upon-Avon
– ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
– ছিলেন একজন English poet, dramatist, and actor
– ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও জাতীয় কবি হিসেবে খ্যাত
– তিনি মোট ৩৭টি নাটক রচনা করেন
তার উল্লেখযোগ্য রচনাসমূহ:
Tragedies: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet, Antony and Cleopatra
Comedies: As You Like It, Twelfth Night, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream
Tragi-Comedies: The Merchant of Venice, Measure for Measure, Cymbeline, The Winter’s Tale
Historical Plays: Julius Caesar, Richard II, Richard III, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Henry VIII, King John

0
Updated: 1 week ago