Which of these best summarizes Iago's views of women?
A
They are needy, dependent, and nagging
B
women are weak-willed, and need guidance
C
They are deceptive, lusty, and manipulative
D
They are lusty, but misguided
উত্তরের বিবরণ
Iago’র নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে অপশন C) They are deceptive, lusty, and manipulative. Shakespeare’র Othello নাটক জুড়ে Iago বারবার নারীদের সম্পর্কে মিসোজিনিস্টিক (misogynistic) এবং সিনিক্যাল (cynical) মনোভাব প্রকাশ করেছে।
তার বিশ্বাস, নারীরা মূলত অবিশ্বস্ত, যৌন চাহিদা দ্বারা পরিচালিত এবং কৌশলী। তিনি নারীদের বর্ণনা করতে গিয়ে প্রায়শই derogatory এবং animalistic imagery ব্যবহার করেন।
-
Iago নিজের স্ত্রী Emilia সম্পর্কে অযৌক্তিক সন্দেহ পোষণ করত যে সে Othello এবং Cassio দুজনের সাথেই সম্পর্ক করেছে। এই সন্দেহই তার প্রতিশোধপরায়ণ পরিকল্পনাকে উসকে দেয়।
-
তার মনে নারীরা মূলত অবিশ্বস্ত ও বিশ্বাসঘাতক—এমন বিশ্বাসই দৃঢ়ভাবে গেঁথে ছিল।
-
সে সাধারণভাবে নারীদের সম্পর্কে বলেছিল: "You are pictures out of doors, / Bells in your parlors, wild-cats in your kitchens, / Saints in your injuries, devils being offended, / Players in your housewifery, and housewives in your beds" (Act II, Scene i)। এই উক্তি স্পষ্টভাবে দেখায়, Iago’র ধারণা অনুযায়ী নারীরা বাইরের দুনিয়ায় নির্দোষ ও সৎ চেহারা দেখালেও আসলে তারা ভিতরে প্রতারক এবং বশে রাখা কঠিন।
-
Desdemona’র মতো virtuous character-কেও Iago এমনভাবে উপস্থাপন করে যে Othello তাকে একজন চালাক ও অবিশ্বস্ত adulteress মনে করতে শুরু করে।
-
Iago’র পুরো ষড়যন্ত্র দাঁড়িয়ে আছে নারীদের supposed deceptiveness এবং sexual promiscuity-র উপর।
-
তার দৃষ্টিতে নারীরা কোনো জটিল আবেগ বা নিজস্ব সত্তা সম্পন্ন ব্যক্তি নয়, বরং পুরুষের খেলায় ব্যবহারযোগ্য বস্তু, যাদের সহজেই প্রলোভন বা ইচ্ছায় নিয়ন্ত্রণ করা যায়।
-
Bianca সম্পর্কেও সে তাকে "hussy" বলে উল্লেখ করে, যা আবারও প্রমাণ করে যে তার চোখে নারীরা কেবল sexuality ব্যবহার করে পুরুষকে manipulate করার অস্ত্র।

0
Updated: 3 weeks ago
Why did Lady Macbeth not kill Duncan herself?
Created: 2 months ago
A
Duncan looks like her father
B
She fears the guards
C
She wants Macbeth to prove his manhood
D
She wants a clean conscience
Lady Macbeth বলে যে Duncan ঘুমের মধ্যে তার বাবার মতো দেখতে লাগছিল, তাই সে নিজে হত্যা করতে পারেনি। এটি তার ভিতরের মানবিক দুর্বলতার আভাস দেয়, যদিও সে Macbeth-কে হত্যায় প্ররোচিত করে।

0
Updated: 2 months ago
Why is Cassio dismissed from his position as lieutenant?
Created: 2 months ago
A
He disobeys Othello in battle
B
He insults Desdemona
C
He is involved in a drunken fight
D
He betrays Othello to the Turks
Iago কৌশলে Cassio-কে মাতাল করে ঝগড়ায় জড়িয়ে ফেলে। ফলে ওথেলো তাকে পদ থেকে অপসারণ করে। এই ঘটনাই পরবর্তী ষড়যন্ত্রের ভিত্তি গড়ে দেয়, কারণ Cassio ডেসডিমোনার সাহায্য চাইলে ওথেলো ভুল করে ভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

0
Updated: 2 months ago
What promise does Ariel repeatedly seek from Prospero?
Created: 2 months ago
A
Wealth
B
Kingship
C
Freedom
D
Revenge
Ariel Prospero-কে সেবা করলেও সে বারবার স্বাধীনতার দাবি জানায়। সে একসময় জাদুকরী ডাইনির যাদু থেকে মুক্তি পেয়েছিল, তবে এখন Prospero-র বশ্যতায় আছে। Ariel-এর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা নাটকে মানবতার স্বাধীনতা ও মুক্তির প্রতীকী অর্থ প্রকাশ করে।

1
Updated: 2 months ago