"She has deceived her father, and may thee" is a warning given to Othello by whom?
A
The Duke
B
Iago
C
Emilia
D
Brabantio
উত্তরের বিবরণ
এই লাইনটি নাটকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি future tragedy-র ইঙ্গিত দেয়। Brabantio, যিনি Desdemona-র বাবা, এই কথাটি বলেন Act 1, Scene 3-এ। তিনি Duke-কে রাজি করাতে ব্যর্থ হন যে Othello এবং Desdemona-র বিয়ে বাতিল করে দেওয়া হোক। হতাশ ও পরাজিত Brabantio শেষমেশ Othello-কে একটি সতর্কবার্তা দেন।
-
Brabantio মনে করেন Desdemona তাকে প্রতারণা করেছে তার অনুমতি ছাড়াই পালিয়ে গিয়ে বিয়ে করার মাধ্যমে। এই ধারণা থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে Desdemona তার স্বামীকেও একইভাবে deceive করতে পারে।
-
এই লাইনটির significance বাড়ে কারণ Iago পরবর্তীতে একই চিন্তাকে ব্যবহার করে। Act 3, Scene 3-এ Iago Othello-কে মনে করিয়ে দেয়: "She did deceive her father, marrying you"।
-
এভাবে Iago Brabantio-র warning-কে পুনরাবৃত্তি করে Othello-র মনে সন্দেহ জাগিয়ে তোলে, যাতে Desdemona-র potential infidelity তার কাছে believable মনে হয়।
-
Brabantio-র anger থেকে বলা এই সতর্কবাণীই হয়ে যায় Othello-র মনে প্রথম seed of doubt, যেটিকে Iago ধীরে ধীরে nurture করে এক ভয়ঙ্কর jealousy-তে রূপান্তরিত করে।
অতএব, একটি আবেগপ্রবণ ও তিক্ত সতর্কবার্তাই নাটকের মূল tragedy-র শেকড় তৈরি করে।
0
Updated: 3 weeks ago
Which of the following characters is thought to be most neglected by Shakespeare in terms of development?
Created: 1 week ago
A
lago
B
King Lear
C
Prospero
D
Ophelia
Ophelia চরিত্রটি শেক্সপিয়ারের অন্যতম আলোচিত কিন্তু কম বিকশিত নারী চরিত্র হিসেবে পরিচিত। তাঁর মানসিক জগৎ, চিন্তা-ভাবনা বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নাটকে গভীরভাবে উপস্থাপিত হয়নি। ফলে তিনি এক ধরনের “silenced female presence” বা অবদমিত নারীকণ্ঠের প্রতীক হয়ে উঠেছেন।
-
Ophelia-র চরিত্রকে প্রায়শই “neglected in development” বলা হয়, কারণ তাঁর ব্যক্তিত্ব মূলত অন্যদের (বিশেষত Hamlet ও তাঁর পিতার) দৃষ্টিকোণ থেকেই চিত্রিত হয়েছে।
-
শেক্সপিয়ার তাঁর ট্র্যাজেডিতে Ophelia-কে একটি “victim of patriarchy” হিসেবে দেখিয়েছেন, যেখানে তাঁর আবেগ বা মানসিক অবস্থার স্বাধীন বিশ্লেষণ অনুপস্থিত।
-
এই সীমিত উপস্থাপনাই সমালোচকদের মতে তাঁকে শেক্সপিয়ারের সবচেয়ে “underdeveloped yet symbolically powerful” নারী চরিত্রে পরিণত করেছে।
0
Updated: 1 week ago
What is the significance of Lear carrying Cordelia’s body in the final scene?
Created: 2 months ago
A
It symbolizes the defeat of evil.
B
It shows Lear’s recognition of true love and loss.
C
It proves Lear’s innocence.
D
It marks the restoration of order in the kingdom.
শেষ দৃশ্যে Lear, Cordelia-র মৃতদেহ কোলে নিয়ে আসে এবং গভীর শোকে ভেঙে পড়ে। এতে সে বুঝতে পারে Cordelia-র ভালোবাসাই ছিল সবচেয়ে সত্য, যা নাটকের আবেগঘন শীর্ষবিন্দু।
1
Updated: 2 months ago
'Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare's –
Created: 1 month ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As you Like It
‘As You Like It’ হল উইলিয়াম শেকসপিয়ারের একটি মহান কমেডি যা প্রিয় দর্শকদের আনন্দ দেয়। এই নাটকে ডিউক সিনিয়র একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় বক্তব্য দেন, যেখানে তিনি জীবনের বিপর্যয় এবং অসুবিধার মধ্যেও শিক্ষণীয় ও মূল্যবান দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন যে বিপর্যয় যেমন বিষধর তোয়াডের মধ্যে লুকানো একটি রত্নের মতো, তেমনি আমাদের জীবনও প্রত্যেক পরিস্থিতিতে সৌন্দর্য ও শিক্ষা খুঁজে পেতে পারে।
-
ডিউক সিনিয়রের বক্তব্যের মূল অংশ:
-
“Sweet are the uses of adversity,
Which, like the toad, ugly and venomous,
Wears yet a precious jewel in his head;
And this our life, exempt from public haunt,
Finds tongues in trees, books in the running brooks,
Sermons in stones, and good in every thing.”
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Oliver
-
Orlando
-
Rosalind
-
অন্যান্য চরিত্র যেমন Celia, Touchstone, এবং Duke Frederick
-
0
Updated: 1 month ago