Who says the famous line, "I am not what I am"?
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
উত্তরের বিবরণ
শেকসপিয়রের Othello নাটকের একেবারে প্রথম দৃশ্যেই (Act 1, Scene 1) Iago তার সাথী Roderigo-কে এই বিখ্যাত লাইনটি বলে। শুরু থেকেই তার আসল চরিত্রটি দর্শক ও পাঠকের সামনে স্পষ্ট হয়।
-
এই লাইনটি হলো:
"For when my outward action doth demonstrate
The native act and figure of my heart
In compliment extern, ’tis not long after
But I will wear my heart upon my sleeve
For daws to peck at: I am not what I am." -
এখানে Iago নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করছে যে তার outward appearance (বাহ্যিক আচরণ) আসলে এক ধরণের deliberate deception (ইচ্ছাকৃত প্রতারণা)।
-
বাইরে থেকে সে নিজেকে loyal এবং honest ensign of Othello হিসেবে তুলে ধরে, কিন্তু inwardly সে পূর্ণ hatred, jealousy এবং manipulative intent এ ভরপুর।
-
এই লাইন দ্বারা নাটকের শুরুতেই বোঝা যায় যে Iago হলো নাটকের duplicitous villain (দ্বিচারী ভিলেন)। সে একদিকে বন্ধুত্বপূর্ণ ও বিশ্বস্ততার মুখোশ পরে থাকে, আবার অন্যদিকে ষড়যন্ত্রে ভরা মন লুকিয়ে রাখে।
-
সংক্ষেপে, এই উক্তিটি Iago-র সমগ্র চরিত্রের এক perfect summary— outwardly seeming loyal, inwardly plotting destruction.

2
Updated: 3 weeks ago
Considering a post-structuralist approach, the repeated motifs of sight and perception in Othello are used to
Created: 1 week ago
A
Function merely as deceptive embellishments
B
Expose the instability of knowledge, identity, and truth
C
Reinforce Othello's absolute authority
D
Indicate a fixed moral universe
একটি post-structuralist দৃষ্টিভঙ্গি থেকে Othello নাটকে “sight” ও “perception” বা দৃষ্টিশক্তি ও উপলব্ধির পুনরাবৃত্ত মোটিফগুলো মানুষের জ্ঞান, পরিচয় ও সত্যের অস্থিতিশীলতা প্রকাশ করে।
এখানে দেখা বা “ocular proof” কোনো নির্ভরযোগ্য সত্যের প্রতীক নয়; বরং এটি দেখায় কীভাবে দৃষ্টিগ্রাহ্য প্রমাণও সহজেই প্রতারণা বা ভুল ব্যাখ্যার শিকার হতে পারে।
-
প্রথমত, Iago যেভাবে Othello-র চোখে মিথ্যা প্রমাণ হাজির করে, তা বোঝায় যে সত্য আসলে ভাষা ও দৃষ্টির দ্বারা নির্মিত — এটি কখনো স্থির নয়।
-
দ্বিতীয়ত, post-structuralism অনুযায়ী meaning বা অর্থ কখনো স্থায়ী নয়; বরং তা ক্রমাগত পরিবর্তিত ও ব্যাখ্যা-নির্ভর। এই নাটকেও দেখা যায়, “দেখা” বা “প্রমাণ” সত্যের নিশ্চয়তা দেয় না, বরং সন্দেহ ও বিভ্রান্তির জন্ম দেয়।
-
শেষত, এই দৃষ্টিভঙ্গি Shakespeare-এর Othello-তে সত্য ও পরিচয়ের অস্থিতিশীলতা (instability of truth and identity) তুলে ধরে, যেখানে চরিত্রগুলো নিজেরা যে সত্যে বিশ্বাস করে সেটিও অবিশ্বস্ত হয়ে পড়ে।
অতএব, এই নাটকে “sight” ও “perception”-এর পুনরাবৃত্ত ব্যবহার knowledge, identity, এবং truth-এর অস্থিরতা ও অনিশ্চয়তাকে প্রকাশ করার জন্যই ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 week ago
“I am a man more sinned against than sinning.” — কে বলেছেন?
Created: 2 months ago
A
Gloucester
B
Lear
C
Kent
D
Albany
Lear ঝড়ের মধ্যে এই কথা বলে বোঝান যে, তিনি যতটা অন্যায় করেছেন, তার চেয়ে বেশি অন্যায়ের শিকার হয়েছেন। এটি তার আত্মদুঃখ ও অন্যদের বিশ্বাসঘাতকতার প্রতিফলন।

1
Updated: 2 months ago
What is the ultimate fate of King Lear?
Created: 2 months ago
A
He kills himself
B
He dies grieving over Cordelia’s death
C
He is murdered by Goneril
D
He becomes king again
Lear Cordelia-কে বাঁচাতে ব্যর্থ হয়। তার মৃত্যুর শোকে Lear নিজেও মারা যায়। এই সমাপ্তি ট্র্যাজিক হিরোর পতন এবং মানবীয় বেদনার চূড়ান্ত রূপ প্রকাশ করে। নাটকটি করুণা ও ভয় জাগানোর মাধ্যমে সমাপ্ত হয়।

1
Updated: 2 months ago