বাংলা একাডেমি পুরস্কারসমূহ:
-
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (১৯৯০-বর্তমান): সমকালীন বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি। পুরস্কার: ৫০,০০০ টাকা, সম্মাননা পত্র ও স্মারক।
-
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (২০১০-বর্তমান): খ্যাতিমান ও প্রতিভাবান কবিদের স্বীকৃতি। পুরস্কার: ১,০০,০০০ টাকা।
-
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (২০০৫-বর্তমান): বিজ্ঞানসাহিত্যে জনপ্রিয় লেখকদের সামগ্রিক অবদান।
-
কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার (২০০৪-বর্তমান, দ্বি-বার্ষিক): শিশু সাহিত্য ক্ষেত্রে সৃজনী প্রতিভার স্বীকৃতি। পুরস্কার: ১,০০,০০০ টাকা।
-
হালীমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার: জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গ্রন্থকারদের অবদান ও সৃষ্টিশীলতা সম্মানিত।