A
বিনয় ঘোষ
B
সিকান্দার আবু জাফর
C
মোহাম্মদ আকরম খাঁ
D
তফাজ্জল হোসেন
উত্তরের বিবরণ
‘সমকাল’ পত্রিকা
‘সমকাল’ ছিল একটি মাসিক সাহিত্যপত্র যা ১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় প্রকাশিত হয়। এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। সেই সময়ের পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তি গঠনে ‘সমকাল’ পত্রিকার অবদান অস্বীকার করার মতো নয়।
পঞ্চাশ ও ষাটের দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য বাঙালি লেখকদের মধ্যে খুব কমেই এমন কেউ আছেন যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখা থেকে বিরত ছিলেন। ‘সমকাল’ পত্রিকায় লেখা ছিল একটি গর্বের বিষয়।
সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসেবে বাঙালি লেখকদের গড়ে তোলায় ‘সমকাল’ পত্রিকা ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক এবং দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও যুক্ত ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
Created: 2 days ago
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 days ago
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
প্রমথনাথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
প্যারীচাঁদ মিত্র
D
দীনবন্ধু মিত্র
‘সংবাদ প্রভাকর’ ছিল বাংলা ভাষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে শুরু করেন।
যদিও এটি কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, ১৮৩৬ সালে আবারও প্রকাশ শুরু হয় এবং ১৮৩৯ সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
এই পত্রিকাটি শুধু সংবাদ প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রও গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রাথমিক রচনাগুলি এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন এবং সংবাদ সাধুরঞ্জন নামক আরও কয়েকটি পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 1 week ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago