• এমিলিয়া তাকে রুমালটি দেওয়ার পর ইয়াগো এক স্বগতোক্তিতে তার পরিকল্পনা ব্যাখ্যা করে। সে সিদ্ধান্ত নেয়, “এই রুমালটি ক্যাসিওর বাসস্থানে ফেলে আসবে,” যাতে ক্যাসিও সেটি পায়। এই সহজ বসানোই তার পুরো ষড়যন্ত্রের মূল চাবিকাঠি। এটি ক্যাসিওর সঙ্গে দেশডিমোনার সবচেয়ে অন্তরঙ্গ উপহারের একটি ভৌত সংযোগ গড়ে তোলে, যা মিথ্যা প্রমাণ হিসেবে ব্যবহার করে তাদের সবাইকে ধ্বংস করা হবে। এটি Rising Climax-এর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
A
He returns it to Desdemona.
B
He burns it to destroy the evidence.
C
He plants it in Cassio's lodging.
D
He shows it directly to Othello.
উত্তরের বিবরণ

0
Updated: 14 hours ago
Related MCQ
Which is the latest period of English literature from the given options?
Created: 3 weeks ago
A
The Age of Sensibility
B
The Pre-Raphaelites
C
The Commonwealth period
D
The Georgian period
English Literature – Latest Period
-
সঠিক উত্তর: গ) Georgian period
Georgian Period (1910–1936)
-
সময়কাল: ১৯১০–১৯৩৬
-
এটি Modern Age-এর দ্বিতীয় পর্যায়
-
সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের অংশ, যা প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত চলে
-
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সাধারণভাবে Modern period শেষ ধরা হয়
Modern period-এর উপ-বিভাগ:
-
Edwardian period: 1901–1910
-
Georgian period: 1910–1936
অন্যান্য উল্লেখযোগ্য English Literature Periods:
-
The Age of Sensibility: 1745–1785
-
The Pre-Raphaelites: 1848–1860
-
The Commonwealth period: 1649–1660
Timeline সংক্ষেপে:
-
Old English: 450–1066
-
Middle English: 1066–1500
-
Anglo-Norman, Chaucer’s Age
-
-
Renaissance: 1500–1660
-
Elizabethan, Jacobean, Caroline, Commonwealth
-
-
Neoclassical: 1660–1785
-
Restoration, Augustan, Age of Sensibility
-
-
Romantic: 1798–1832
-
Victorian: 1832–1901
-
Pre-Raphaelites, Aestheticism & Decadence
-
-
Modern: 1901–1939
-
Edwardian, Georgian
-
-
Post Modern: 1939–present

0
Updated: 3 weeks ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 2 weeks ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 1 month ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 1 month ago