In his final speech, Othello asks the Venetian officials to "Speak of me as I am" and as one who...
A
"...hated wisely, but too well."
B
"...loved not wisely but too well."
C
"...was a victim of a cruel fate."
D
"...sought honor above all else."
উত্তরের বিবরণ
• “Speak of me as I am; nothing extenuate,
Nor set down aught in malice: then must you speak
Of one that loved not wisely but too well;
Of one not easily jealous, but being wrought”
এই বিখ্যাত লাইনটি Othello-এর শেষ ভাষণ থেকে নেওয়া। এখানে ওথেলো নিজের মৃত্যুর মুহূর্তে তার আত্মধারণা প্রকাশ করেছেন। তিনি স্বীকার করছেন যে দেশডিমোনার প্রতি তার ভালোবাসা ঈর্ষার কারণে বিকৃত হয়ে গিয়েছিল এবং সেই ভালোবাসা এক অপ্রতিরোধ্য ও ধ্বংসাত্মক আবেগে পরিণত হয়েছিল, যা তিনি বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারেননি।

0
Updated: 14 hours ago
'Captain Ahab' is a character from -
Created: 15 hours ago
A
The Rime of the Ancient Mariner
B
Robinson Crusoe
C
Moby Dick
D
Old Man and The Sea
Moby Dick
-
লেখক: Herman Melville
-
প্রথম প্রকাশ: 1851, মূলত The Whale নামে
-
উৎসর্গ: Nathaniel Hawthorne
-
বিষয়: তিমি শিকার ও মানুষের আবেগ, প্রতিশোধ ও অবসেশন
Summary:
-
প্রধান চরিত্র:
-
Captain Ahab – এক-পা হারানো জাহাজের অধিনায়ক, Moby Dick তিমি শিকার করতে বদ্ধপরিকর
-
Ishmael – ন্যারেটর
-
Queequeg, Starbuck, Peleg, Bildad (Pequod জাহাজের মালিক)
-
-
গল্পের কেন্দ্র: Moby Dick নামক white giant whale
-
Ahab-এর আবেগপ্রবণ শিকার তার নিজস্ব মৃত্যু এবং প্রায় সব ক্রুদের মৃত্যুর কারণ হয়
-
শেষমেশ, white whale মারা যায় না
Herman Melville
-
American novelist, short story writer, poet
-
সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত
Famous Novels:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener

0
Updated: 15 hours ago
According to Sidney, what makes poetry special?
Created: 3 months ago
A
Its strict grammar
B
Its religious message
C
Its power to teach and move the heart
D
Its long tradition
Sidney বলেছেন, কবিতার বিশেষত্ব তার শিক্ষাদান এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতায়। কবিতা শুধু তথ্য দেয় না, এটি পাঠকদের অনুভূতিতে স্পর্শ করে এবং তাদের ভালো মানুষ হতে সাহায্য করে। তাই কবিতার আসল মূল্য এর শিক্ষামূলক ও প্রভাবশালী শক্তিতে। গ্রামার বা ঐতিহ্যের চেয়ে এই ক্ষমতা Sidney বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 3 months ago
In "The Tempest," Shakespeare's choice to have characters speak in either poetic verse or everyday prose is primarily used to distinguish between:
Created: 14 hours ago
A
The past and the present
B
Different locations on the island
C
Characters of noble and lower social status
D
The play's tragic and comedic scenes
• শেকসপিয়র এই শৈল্পিক উপায় ব্যবহার করে স্পষ্ট সামাজিক স্তর তৈরি করেন। মহৎ চরিত্ররা (যেমন প্রসপেরো, আলোনসো, মিরান্ডা) এবং শক্তিশালী আত্মারা (যেমন অ্যারিয়েল) সাধারণত blank verse-এর উন্নত ও ছন্দযুক্ত ভাষায় কথা বলেন। এর বিপরীতে সাধারণ বা “নিম্ন” চরিত্ররা (মাতাল নাবিকরা ট্রিঙ্কুলো ও স্টেফানো) সহজ গদ্য ভাষায় কথা বলেন। এই পার্থক্য তাদের সামাজিক অবস্থান এবং স্বভাবের ভিন্নতা তুলে ধরে। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হল কালিবান, যে, বশ্যতার অবস্থানে থাকা সত্ত্বেও প্রায়শই সুন্দর এবং শক্তিশালী ছন্দযুক্ত ভাষায় কথা বলে।

0
Updated: 14 hours ago