A
Botanical and plant-based imagery
B
Light and dark imagery
C
Animal imagery
D
Imagery of war and battle
উত্তরের বিবরণ
Exactly — from the very beginning of Othello, Iago relies on animal imagery to dehumanize Othello, portraying him as savage, lustful, and bestial. His phrases like “old black ram” and “Barbary horse” emphasize Othello’s outsider status and stir up racial prejudice.
So, the correct answer is: Animal imagery.
Would you like me to also list some other types of imagery Shakespeare uses in Othello (like hell, disease, light/dark, poison) so you have a fuller reference?

0
Updated: 15 hours ago
A narrative poem that tells a story through dialogue and action can be termed as -
Created: 20 hours ago
A
Doggerel
B
Mock-epic
C
Ode
D
Ballad
Ballad
-
Narrative poem telling a story through dialogue and action।
-
লোকমুখে রটেছে এমন গান বা কবিতা, সাধারণত কাহিনিসংবলিত।
-
প্রধান ধরণ: Folk/Popular Ballad এবং Literary Ballad।
-
Features:
-
Impersonal third-person narrator
-
Dialogue ও action দ্বারা গল্প বলা হয়
-
Ballad stanzas ব্যবহার
-
Refrain সাধারণ
-
বিষয়: rural life, love, legends, supernatural, tragic events
-
Mock-Epic
-
Epic-এর সব বৈশিষ্ট্য ব্যবহার করে তুচ্ছ বিষয়কে হালকাভাবে উপস্থাপন করা narrative poem।
-
উদাহরণ: Pope – The Rape of the Lock
Doggerel
-
তুচ্ছ বিষয়ভিত্তিক, rough এবং monotonous rhyme-এর ছোট কবিতা।
Ode
-
Exalted lyric poem, someone-এর উদ্দেশ্যে address দিয়ে শুরু।
-
Ceremonious poem, ব্যক্তিগত অনুভূতি ও সাধারণ ভাবনাকে একত্রিত করে।
-
মধ্যবর্তী অংশে intense distress, শেষে consolation বা moral।
-
Style: lofty, tone: grave, বিষয়: গুরুগম্ভির।

0
Updated: 20 hours ago
Which of these plays is based on Roman history?
Created: 3 weeks ago
A
King Lear
B
Henry IV
C
Julius Caesar
D
Macbeth
Julius Caesar হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি এবং Historical Play, যা প্রাচীন রোমান ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে আবর্তিত।
Julius Caesar (নাটক)
-
লেখা হয়েছে: 1599–1600
-
প্রকাশিত: 1623 সালে Shakespeare-এর First Folio-তে
-
কেন্দ্রীয় ঘটনা: Julius Caesar-এর ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি ঠেকাতে Brutus ও অন্যান্য ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
-
মূল চরিত্র: Julius Caesar, Brutus, Mark Antony, Cassius
-
নাটকের থিম: ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, নৈতিক দ্বন্দ্ব
মূল ঘটনার সারসংক্ষেপ:
-
Caesar রোমের একজন শক্তিশালী রাজনীতিবিদ ও সেনা নেতা।
-
Brutus, Caesar-এর ঘনিষ্ঠ বন্ধু, ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার অংশ নেন।
-
March-এর Ides-এ Caesar হত্যা করা হয়।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে বিতাড়িত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়।
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
পেশা: English poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, English national poet
-
মোট লেখা: 37 plays, 154 sonnets
উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 3 weeks ago
Waiting for Godot is written by -
Created: 16 hours ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 16 hours ago