• এই বিখ্যাত লাইনটি প্রতিপক্ষ চরিত্র ইয়াগো Othello-এর তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ওথেলোকে বলে। এটি প্রবল নাটকীয় ব্যঙ্গের মুহূর্ত, কারণ ইয়াগো ওথেলোর বিশ্বস্ত বন্ধু সেজে তাকে ঈর্ষার বিষয়ে সতর্ক করছে, অথচ সেই ঈর্ষার বীজ রোপণ ও লালন করেছে সে নিজেই। এ বক্তব্য নাটকটির মূল বিষয়বস্তুকেও তুলে ধরে।
" O, beware, my lord, of jealousy; It is the green-ey'd monster, which doth mock The meat it feeds on"- quoted from?
A
Macbeth
B
Othello
C
King Lear
D
Hamlet
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Related MCQ
The Old Man and the Sea is written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
T.S Eliot
D
Ernest Hemingway
The Old Man and the Sea হলো Ernest Hemingway-এর রচিত একটি short heroic novel, যা ১৯৫২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রধান চরিত্র হলো Santiago, এবং তাঁর শিক্ষানবিশ Manolin। Manolin মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার Santiago-এর নৌকায় ওঠে। পারিবারিক বাধা থাকা সত্ত্বেও Manolin সবসময় Santiago-এর সঙ্গে সমুদ্রে যায়। এই উপন্যাস এবং Hemingway-এর Contemporary style-এর কারণে তিনি ১৯৫৪ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। এছাড়াও, ১৯৫২ সালে "The Old Man and the Sea"-এর জন্য তিনি Pulitzer Prize অর্জন করেছিলেন।
-
লেখক: Ernest Hemingway (পুরো নাম Ernest Miller Hemingway), একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
Source:

0
Updated: 1 month ago
Don’t laugh like that.
Here, 'like' is used as-
Created: 1 month ago
A
Noun
B
Pronoun
C
Preposition
D
Adverb
Like (Preposition)
• Complete Sentence:
-
English: Don’t laugh like that.
-
Bangla: এমনভাবে হাসো না।
-
Part of Speech: 'like' → Preposition
• Explanation:
-
কোনো কিছুর রকম/প্রকার বোঝাতে বা intensive/ironic phrases গঠনে noun/pronoun-এর আগে 'like' preposition হিসেবে ব্যবহার হয়।
-
এখানে, "like" verb laugh কে demonstrative that-এর সাথে যুক্ত করছে।
• Like (Preposition) Meaning:
-
English: Similarly to; willing to; in the mood for
-
Bangla: মতো; ন্যায়; রকম; প্রকার; চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া
• Examples:
-
His house is like a barn.
-
I don’t feel like going out tonight.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago