A
A tragic flaw or error in judgment
B
A poetic device for exaggeration
C
The purgation or purification of emotion
D
An implicit comparison between two different things
উত্তরের বিবরণ
Hamartia
-
অর্থ: Protagonist-এর চরিত্রের ত্রুটি বা ভুল
-
সংজ্ঞা: Tragedy-তে প্রধান চরিত্রের এমন flaw যা তার সফলতা থেকে পতনের কারণ হয়
-
অন্য নাম: Tragic flaw
-
উদাহরণ:
-
Dr. Faustus – ঈশ্বরসদৃশ শক্তির প্রতি তৃষ্ণা (Doctor Faustus)
-
King Lear – বিচার-বিবেচনার ভুল (King Lear)
-

0
Updated: 15 hours ago
A narrative poem that tells a story through dialogue and action can be termed as -
Created: 20 hours ago
A
Doggerel
B
Mock-epic
C
Ode
D
Ballad
Ballad
-
Narrative poem telling a story through dialogue and action।
-
লোকমুখে রটেছে এমন গান বা কবিতা, সাধারণত কাহিনিসংবলিত।
-
প্রধান ধরণ: Folk/Popular Ballad এবং Literary Ballad।
-
Features:
-
Impersonal third-person narrator
-
Dialogue ও action দ্বারা গল্প বলা হয়
-
Ballad stanzas ব্যবহার
-
Refrain সাধারণ
-
বিষয়: rural life, love, legends, supernatural, tragic events
-
Mock-Epic
-
Epic-এর সব বৈশিষ্ট্য ব্যবহার করে তুচ্ছ বিষয়কে হালকাভাবে উপস্থাপন করা narrative poem।
-
উদাহরণ: Pope – The Rape of the Lock
Doggerel
-
তুচ্ছ বিষয়ভিত্তিক, rough এবং monotonous rhyme-এর ছোট কবিতা।
Ode
-
Exalted lyric poem, someone-এর উদ্দেশ্যে address দিয়ে শুরু।
-
Ceremonious poem, ব্যক্তিগত অনুভূতি ও সাধারণ ভাবনাকে একত্রিত করে।
-
মধ্যবর্তী অংশে intense distress, শেষে consolation বা moral।
-
Style: lofty, tone: grave, বিষয়: গুরুগম্ভির।

0
Updated: 20 hours ago
Which estate best reflects Elizabeth’s change of perception towards Darcy?
Created: 6 days ago
A
Longbourn
B
Rosings Park
C
Netherfield
D
Pemberley
Elizabeth যখন Darcy-এর বাড়ি Pemberley ভ্রমণ করে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলায়। প্রাসাদটি প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে, যা Darcy-এর ভারসাম্যপূর্ণ চরিত্রের প্রতীক। Mrs. Reynolds Darcy-কে উদার, দায়িত্বশীল মানুষ হিসেবে বর্ণনা করেন। এখানে Elizabeth Darcy-র ভেতরের সৌন্দর্য চিনতে শেখে। Austen দেখান—বাস্তব অভিজ্ঞতা প্রাথমিক ভুল ধারণা ভাঙতে পারে।

0
Updated: 6 days ago
Who attacked poetry in The School of Abuse?
Created: 3 months ago
A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 3 months ago