A
জীবনানুভূতির গভীরতায়
B
দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
C
কাহিনীর সরলতা ও জটিলতায়
D
ভাষার প্রকারভেদে
উত্তরের বিবরণ
ট্র্যাজেডি হলো এমন একটি রচনা বা নাটক যা শোকগ্রস্ত বা দুঃখজনক ঘটনা নিয়ে গড়া হয়।
কমেডি হলো হাস্যরসাত্মক ঘটনা ভিত্তিক রচনা বা নাটক, যেখানে প্রাধান্য পায় হাস্যরস।
আর ফার্স হলো সম্পূর্ণরূপে প্রসঙ্গাত্মক ও হাস্যকর রচনা।
অতএব, ট্রাজেডি, কমেডি ও ফার্সের মধ্যে প্রধান পার্থক্য নিহিত থাকে জীবনানুভূতির গভীরতায়।
উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ), বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম।

0
Updated: 2 months ago