A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
উত্তরের বিবরণ
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers

0
Updated: 15 hours ago
Marlowe's "Doctor Faustus" is a/an -
Created: 1 week ago
A
comedy
B
tragedy
C
historical novel
D
absurd play
✦ Doctor Faustus (নাটক)
-
লেখক: Christopher Marlowe
-
পূর্ণ নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
ধরণ: Tragedy (খ)
সারসংক্ষেপ
-
Faustus, একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর কাছে তার আত্মা বিক্রি করে অলৌকিক ক্ষমতা অর্জন করতে চায়।
-
Faustus ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করে, কিন্তু গভীর অনুশোচনা ও দ্বিধায় ভুগে।
-
বিভিন্ন সুযোগে মুক্তি লাভের সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেকে ত্যাগ করতে রাজি হয় না।
-
নাটকের শেষাংশে Faustus নরককুণ্ডে টেনে নেওয়া হয় এবং চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রসমূহ
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
✦ Christopher Marlowe (১৫৬৪–১৫৯৩)
-
পরিচয়: Elizabethan Period-এর কবি ও নাট্যকার
-
খ্যাতি: The Father of English Tragedy, University Wit
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
-

0
Updated: 1 week ago
What is the symbolic role of letters in the novel?
Created: 6 days ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।

0
Updated: 6 days ago
Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
Created: 6 days ago
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

1
Updated: 6 days ago