What does the term "Hamartia" refer to in literature?
A
A tragic flaw or error in judgment
B
A poetic device for exaggeration
C
The purgation or purification of emotion
D
An implicit comparison between two different things
উত্তরের বিবরণ
Hamartia
-
অর্থ: Protagonist-এর চরিত্রের ত্রুটি বা ভুল
-
সংজ্ঞা: Tragedy-তে প্রধান চরিত্রের এমন flaw যা তার সফলতা থেকে পতনের কারণ হয়
-
অন্য নাম: Tragic flaw
-
উদাহরণ:
-
Dr. Faustus – ঈশ্বরসদৃশ শক্তির প্রতি তৃষ্ণা (Doctor Faustus)
-
King Lear – বিচার-বিবেচনার ভুল (King Lear)
-

0
Updated: 1 month ago
Which of the following is the correct definition of a Fable?
Created: 1 month ago
A
A long narrative poem about heroic deeds
B
A short story with a moral lesson, often using animals
C
A play mixing both comedy and tragedy
D
A lyrical poem with fourteen lines
Fable হলো ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত গল্প শেষে একটি moral lesson লেখা থাকে। উদাহরণস্বরূপ, Aesop’s Fables (যেমন The Fox and the Grapes, The Hare and the Tortoise), ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং La Fontaine-এর ফরাসি ফেবল।
Fable সহজ ভাষায় লেখা হয় এবং শিশুদের শিক্ষার জন্য উপযুক্ত। প্রতিটি চরিত্র প্রতীকী অর্থ বহন করে— যেমন শেয়াল চালাকি বোঝায়, কচ্ছপ ধৈর্য ও অধ্যবসায় বোঝায়। Fable শুধু বিনোদনই দেয় না, বরং মানুষের জীবনে শিক্ষণীয় মূল্যবোধ শেখায়।

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She felt devoid at hope after the news.
B
She felt devoid with hope after the news.
C
She felt devoid to hope after the news.
D
She felt devoid of hope after the news.
Correct Sentence: She felt devoid of hope after the news।
-
Bangla Meaning: খবর পাওয়ার পর সে আশা থেকে সম্পূর্ণ বঞ্চিত বোধ করল।
Devoid of (Adjective + Preposition)
-
English Meaning: Completely lacking something.
-
Bangla Meaning: সম্পূর্ণরূপে কোন কিছু থেকে শূন্য বা বিহীন।
-
"বিহীন" বা "অনুপস্থিত" বোঝাতে devoid এর পরে preposition হিসেবে সাধারণত of ব্যবহার করা হয়।
Example Sentences:
-
His voice was devoid of emotion.
-
The room was devoid of furniture.
Source:

0
Updated: 1 month ago
The term "pentameter" indicates that a line has:
Created: 2 months ago
A
Five syllables
B
Ten lines
C
Five metrical feet
D
Ten stanzas

0
Updated: 2 months ago