Who wrote the poem Ode to the West Wind?
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
উত্তরের বিবরণ
Ode to the West Wind
-
প্রকাশ: 1820
-
কবি P. B. Shelley এর passionate language ও symbolic imagery-এর উদাহরণ
-
কবিতায় West Wind-এর কাছে সাহায্য আহবান করা হয়েছে
-
লেখা হয়েছে: Cascine wood, Florence, Italy
-
সম্ভবত Shelley তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছেন
-
West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা সমাদর ও বৈপ্লবিক চিন্তার বিস্তার প্রতিফলিত
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley
-
English Romantic poet
-
ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য লেখা কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
Elizabeth Bennet & Fitzwilliam Darcy" are famous characters from -
Created: 2 months ago
A
Wuthering Heights
B
Great Expectations
C
Jane Eyre
D
Pride and Prejudice
“Pride and Prejudice” উপন্যাসের রচয়িতা Jane Austen। এটি ১৮১৩ সালে প্রকাশিত একটি বিখ্যাত ইংরেজি উপন্যাস, যা ইংল্যান্ডের মধ্যবিত্ত পরিবার ও সামাজিক সম্পর্কের জীবনচিত্র তুলে ধরে। গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সির সম্পর্ক, যেখানে অহংকার, পূর্বধারণা এবং সামাজিক প্রথার প্রভাব দেখানো হয়েছে।
Jane Austen (1775–1817) ছিলেন ইংরেজি ঔপন্যাসিক, যিনি সামাজিক ব্যঙ্গ এবং নারীর জীবনের দৃষ্টিকোণ দিয়ে উপন্যাস লিখেছেন।
বিখ্যাত রচনা: Sense and Sensibility, Pride and Prejudice, Emma, Mansfield Park, Persuasion, Northanger Abbey
উত্তর: Jane Austen
0
Updated: 2 months ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 1 month ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
0
Updated: 1 month ago
Which kind of literary work is Harold Pinter's "The Birthday Party"?
Created: 1 month ago
A
Novel
B
Play
C
Short story
D
Poem
The Birthday Party
-
Renaissance: Harold Pinter-এর লেখা একটি play।
-
Genre: Comedy of Menace।
-
Significance: এটি Pinter-এর প্রথম full-length play যা তার trademark “comedy of menace” সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
কাহিনী ও প্রধান চরিত্র:
-
Stanley: মূল চরিত্র, একটি সস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভাড়া থাকে।
-
Stanley সারাক্ষণ আতঙ্কে ভোগে এবং বিশ্বাস করে যে Goldberg ও McCann নামের দুইজন অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্মদিনে একটি পার্টি আয়োজন করে।
-
নাটকটি মূলত Stanley-এর মানসিক অবস্থা ও তার আতঙ্কের ওপর ভিত্তি করে এগিয়ে চলে।
Harold Pinter
-
ইংরেজি নাট্যকার, বিশ্বখ্যাত post-World War II dramatist।
-
উল্লেখযোগ্য নাটক:
-
Moonlight
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
অন্যান্য নাট্যকার ও নাটক (উল্লেখযোগ্য):
-
T.S. Eliot: The Cocktail Party
-
K. Mansfield: The Garden Party
-
Harold Pinter: The Birthday Party
Source: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago