Who authored the novel 'Kim'?
A
Joseph Conrad
B
Rudyard Kipling
C
Millington Synge
D
Henry James
উত্তরের বিবরণ
Kim
-
লেখক: Rudyard Kipling
-
প্রকাশ: 1901
-
বিষয়: ভারতীয় সংস্কৃতির নস্টালজিক ও রঙিন চিত্র, বিশেষ করে রাস্তাঘাটের জীবনের বৈচিত্র্য
Rudyard Kipling
-
Indian-born British journalist
-
শিশু-কিশোর বিষয়ক রচনার জন্য বিখ্যাত
Famous Novels:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
The news made me to cry.
B
The news made me crying.
C
The news made me cry.
D
The news made me cried.
Causative Verb Rule (using “Make”):
-
Definition: A Causative Verb is used when the subject does not do the action itself but causes someone else to do it. Common causative verbs include Have, Get, Help, Let, Make.
-
Using “Make”:
-
After Make, the person or object comes next, followed by the base form of the verb.
-
“Make” implies compelling someone to do something, stronger than “Have” or “Get”.
-
Example:
-
Correct Sentence: The news made me cry.
-
Here, “me” is the object and “cry” is the base form of the verb.
-
The news caused me to cry; I did not choose to do it independently.
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
'The Sun Also Rises' is written by?
Created: 1 month ago
A
H.G. Wells
B
George Orwell
C
Thomas Hardy
D
Ernest Hemingway
• 'The Sun Also Rises' is written by Ernest Hemingway.
• The Sun Also Rises:
- Ernest Hemingway-এর The Sun Also Rises (১৯২৬) উপন্যাসটি কিছু হতাশাগ্রস্ত প্রবাসীর জীবন নিয়ে যারা Paris-এ বাস করে এবং পরে Spain ভ্রমণ করে।
- মূল চরিত্র Jake Barnes, যিনি একজন আমেরিকান সাংবাদিক, এবং তার ভালোবাসা Lady Brett Ashley-কে ঘিরে কাহিনি আবর্তিত।
- যুদ্ধকালীন আঘাতের কারণে Jake শারীরিকভাবে অক্ষম, তাই তাদের প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
- তারা Pamplona শহরে ষাঁড়ের লড়াই উৎসবে যায়, যেখানে দাম্পত্য টানাপোড়েন ও আবেগগত সংঘাত দেখা দেয়।
- এই উপন্যাসে Lost Generation-এর যুদ্ধপরবর্তী শূন্যতা, হতাশা ও জীবনের অর্থ খোঁজার চিত্র ফুটে উঠেছে।
• Ernest Hemingway:
- Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সাংবাদিক।
- তিনি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী গদ্যশৈলী এবং সাহস, যুদ্ধ, ক্ষতি ও পুরুষত্ব বিষয়ে লেখার জন্য বিখ্যাত।
- World War I-এ অংশগ্রহণ তার লেখায় গভীর প্রভাব ফেলে।
- তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে The Old Man and the Sea, A Farewell to Arms, এবং The Sun Also Rises.
- তিনি ১৯৫৪ সালে Nobel Prize in Literature অর্জন করেন এবং ২০শ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচিত হন।
• Famous Works :
- The Old Man and the Sea.
- A Farewell to Arms.
- The Sun Also Rises.
- For Whom the Bell Tolls.
- In Our Time.
- Men Without Women.

0
Updated: 1 month ago
Which of the following lines is an example of a Simile?
Created: 1 month ago
A
“Time is a thief.”
B
“Life is like a box of chocolates.”
C
“The classroom was a zoo.”
D
“Hope is a thing with feathers.”
Simile হলো দুটি ভিন্ন বস্তুর মধ্যে as বা like ব্যবহার করে তুলনা। উদাহরণস্বরূপ, “Life is like a box of chocolates” জীবনের অনিশ্চয়তাকে বোঝায়— যেমন একটি চকোলেট বক্স খুললে ভিতরে কী আছে জানা যায় না। Shakespeare বলেছেন, “Shall I compare thee to a summer’s day?”— এটিও Simile।
Robert Burns লিখেছেন, “My love is like a red, red rose।” Simile সরাসরি তুলনা না করে পরোক্ষ তুলনা করে, তাই এটি Metaphor থেকে আলাদা। Metaphor-এ (যেমন “Time is a thief”) like/as ব্যবহার করা হয় না। Simile সাহিত্যকে সহজ, স্পষ্ট এবং পাঠকবান্ধব করে তোলে।

1
Updated: 1 month ago