A
১৮৬৫
B
১৮৭২
C
১৮৭৫
D
১৮৮১
উত্তরের বিবরণ
বঙ্গদর্শন সাহিত্যপত্রিকা
‘বঙ্গদর্শন’ ছিল একটি প্রভাবশালী মাসিক সাহিত্যপত্রিকা, যা বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে, বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়।মাত্র চার বছরের (১৮৭২-১৮৭৬) মধ্যে এটি উনিশ শতকের বাংলা গদ্য সাহিত্যের ভিত গড়ে তোলে।
বঙ্গদর্শনের ভাষা ছিল উৎকৃষ্ট সাধু বাংলা, যা সাহিত্যিক ও বিদ্বৎসমাজের দৃষ্টি আকর্ষণ করে। এই পত্রিকায় সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শনের মতো বিভিন্ন বিষয়ে গুরুতর প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত হতো। সম্পাদক হিসেবে বঙ্কিমচন্দ্র পত্রিকাটির প্রধান লেখক ও চালক ছিলেন।
যদিও বঙ্কিমচন্দ্র ছিলেন মুখ্য ব্যক্তিত্ব, তবুও আরও অনেক বিশিষ্ট পণ্ডিত নিয়মিতভাবে বঙ্গদর্শনে লিখতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
-
গঙ্গাচরণ,
-
রামদাস সেন,
-
অক্ষয় সরকার,
-
চন্দ্রনাথ বসু প্রমুখ।
দীর্ঘ বিরতির পর ২০০০ সাল থেকে বঙ্গদর্শন পত্রিকাটি আবার প্রকাশিত হচ্ছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের নৈহাটির বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র থেকে ষাণ্মাসিক প্রকাশনা হিসেবে পুনর্জন্ম লাভ করেছে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago