শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
A
মুহুর্মুহু
B
মূহুর্মুহু
C
মুর্হুমূর্হু
D
মুর্হুর্মূহু
উত্তরের বিবরণ
মুহুর্মুহু (অব্যয়)
-
এটি সংস্কৃত ভাষার একটি শব্দ।
-
গঠনে রয়েছে প্রকৃতি প্রত্যয়: মুহুঃ + মুহুঃ।
-
অর্থ: বারবার, ঘনঘন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
0
Updated: 1 month ago
কোন বানানটি অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
ফণী
B
নির্নিমেষ
C
গভর্ণর
D
চক্ষুষ্মান
‘গভর্ণর’ শব্দটি একটি বিদেশি (অতৎসম) শব্দ। অতএব, প্রমিত বাংলা বানান অনুসারে এর শুদ্ধ রূপ হবে ‘গভর্নর’— এখানে ‘ণ’ নয়, ‘ন’ ব্যবহার করা সঠিক।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
-
অতৎসম শব্দে ‘ণ’ ব্যবহার করা হয় না।
-
এই নিয়ম বিদেশি, আরবি, ফারসি বা ইংরেজি উৎসের শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য।
উদাহরণ:
-
অঘ্রান
-
ঝরনা
-
গভর্নর
-
হর্ন
উল্লেখ্য, প্রদত্ত অন্যান্য শব্দগুলোর বানান শুদ্ধ।
0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।
0
Updated: 3 months ago