A
সিলেটের বনভূমি
B
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
C
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
D
খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরের বিবরণ
মধুপুর ও ভাওয়ালের বনভূমি
-
এটি উত্তরে পুরোনো ব্রহ্মপুত্র নদী থেকে দক্ষিণে বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত একটি উচ্চভূমি।
-
ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বনভূমি এ অঞ্চলের মধ্যে পড়ে।
-
মোট আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা প্রায় ৩০ মিটার।
-
এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহৎ উচ্চভূমি।
-
বনভূমিটি শাল বা গজারী বৃক্ষের ঘন বনজঙ্গলে পরিপূর্ণ।
-
তাই এটিকে শাল বা গজারী বনভূমি হিসেবেও ডাকা হয়।
-
এ বনভূমি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের (deciduous) বনভূমির মধ্যে আসে।
তুলনামূলক তথ্য:
-
পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে প্রধানত গর্জন, জারুল, শিমুল, গামার ইত্যাদি বৃক্ষ জন্মে।
-
বরেন্দ্র অঞ্চলের বনভূমি ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

0
Updated: 15 hours ago
বাংলামতি কি?
Created: 1 month ago
A
এক প্রকার ধান
B
এক প্রকার গম
C
এক প্রকার আম
D
একটি নদীর নাম
বাংলামতি ধান
বাংলামতি হলো একটি উন্নত জাতের ধান, যা দেখতে ও গন্ধে বাসমতি ধানের মতো। এটি ব্রি ধান-৫০ নামে পরিচিত এবং বোরো মৌসুমে চাষের উপযোগী।
-
উদ্ভাবন করেছে: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
-
জীবনকাল: প্রায় ১৫৫ দিন
-
উৎপাদন (সেচসহ): প্রতি হেক্টরে প্রায় ৬ টন
বাংলামতি ধানের বৈশিষ্ট্য:
-
গাছের উচ্চতা প্রায় ৮২ সেন্টিমিটার
-
গাছ সাধারণত হেলে পড়ে না
-
চাল লম্বা, চিকন, সাদা ও সুগন্ধি
-
ভাত ঝরঝরে হয়
-
চালের প্রোটিনের পরিমাণ ৮.২%
আরও কিছু উন্নত জাতের ধান (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত)
-
ইরাটম
-
ব্রি হাইব্রিড-১
-
চান্দিনা
-
হীরা
-
মালা
-
বিপ্লব
-
দুলাভোগ
-
মোহিনী
-
সুফলা
-
আশা
-
প্রগতি
তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 month ago
BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
Created: 2 weeks ago
A
Bangladesh Telephone Regulatory Commission
B
Bangladesh Telecommunication Regulatory Commission
C
Bangladesh Telecom Regulatory Commission
D
Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)
-
পূর্ণরূপ: Bangladesh Telecommunication Regulatory Commission।
-
প্রতিষ্ঠা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (Bangladesh Telecommunication Regulatory Act, 2001) অনুযায়ী ৩১ জানুয়ারি ২০০২-এ BTRC গঠিত হয়।
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ ও উন্নয়ন।
-
সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ, ক্যাবল এবং অন্যান্য টেলিযোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ।
-
-
পূর্ববর্তী ইতিহাস:
-
১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়।
-
১৯৯৫ সালে বোর্ড সম্পর্কিত অধ্যাদেশ সংশোধন করা হয়।
-
-
কর্তৃত্ব ও দায়িত্ব: BTRC চালু হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব BTRC-এর ওপর হস্তান্তর করা হয়।
সূত্র: BTRC ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
Created: 1 day ago
A
৭.৮০ শতাংশ
B
৮.০০ শতাংশ
C
৭.২৮ শতাংশ ( ভুল উত্তর)
D
৭.৬৫ শতাংশ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
- ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ৬.৭৫%।
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৩-২৪।

0
Updated: 1 day ago