A
চতুর্থ তফসিলে
B
পঞ্চম তফসিলে
C
ষষ্ঠ তফসিলে
D
সপ্তম তফসিলে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান ও তফসিলসমূহ
• পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আরও ৩টি নতুন তফসিল সংযোজন করা হয়।
-
এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
• বর্তমানে বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে, যা হলো:
-
প্রথম তফসিল: অন্যান্য বিধানের সাথে সাংঘর্ষিক হলে কার্যকর আইন।
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম (বর্তমানে বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণাপত্র।
-
চতুর্থ তফসিল: অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান।
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
-
ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎস: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 15 hours ago
বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
Created: 2 weeks ago
A
৪টি
B
৫টি
C
৭টি
D
৮টি
সংবিধানের তফসিল:
-
বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে।
৭টি তফসিল:
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
-
চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
Created: 6 hours ago
A
চতুর্থ
B
পঞ্চম
C
ষষ্ঠ
D
সপ্তম
পঞ্চদশ সংশোধনী ও নতুন তফসিল
বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নতুন ৩টি তফসিল সংযোজন করা হয়।
এর ফলে বর্তমানে সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
তফসিলগুলো হলো—
-
প্রথম তফসিল – অন্যান্য আইন কার্যকর থাকবে।
-
দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন (এখন বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
-
চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান।
-
পঞ্চম তফসিল – ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।
-
ষষ্ঠ তফসিল – ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল – ১০ এপ্রিল ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র।
স্বাধীনতার ঘোষণাপত্র
-
১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে এবং বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
-
১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
-
স্বাধীনতার ঘোষণাপত্র লিখে দেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
-
এটি প্রকাশ করেন সৈয়দ নজরুল ইসলাম।
-
২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
-
একই বছরের ১৭ এপ্রিল মুজিবনগরে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
ষষ্ঠ তফসিলে সংযুক্ত আছে বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা
সপ্তম তফসিলে সংযুক্ত আছে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎস: বাংলাদেশের সংবিধান, বাংলাপিডিয়া

0
Updated: 6 hours ago
বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
Created: 1 day ago
A
৭টি
B
৮টি
C
৫টি
D
৬টি
বাংলাদেশের সংবিধান অনুযায়ী তফসিলসমূহ
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে, যা সংবিধানের বিভিন্ন বিশেষ বিধান ও গুরুত্বপূর্ণ নথি উল্লেখ করে। এগুলি হলো:
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর থাকা আইন।
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত বিধান (বর্তমানে বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণার নিয়ম।
-
চতুর্থ তফসিল: অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান।
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের জাতির উদ্দেশ্য ভাষণ।
-
ষষ্ঠ তফসিল: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।
তথ্যসূত্র: [বাংলাদেশের সংবিধান]

0
Updated: 1 day ago