Who wrote Lady Chatterley's Lover?
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
উত্তরের বিবরণ
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover

0
Updated: 1 month ago
"Songs of Innocence" was written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Jane Austen
C
G. B. Shaw
D
William Blake
“Songs of Innocence” হলো William Blake-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৭৮৯ সালে। এটি শিশুদের সরলতা, নিষ্পাপতা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে লেখা এবং পৃথিবীকে কোমল ও আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করে। Blake-এর আরেকটি কাব্যগ্রন্থ Songs of Experience (1794) হলো এর প্রত্যুত্তর, যেখানে ২৬টি কবিতা রয়েছে। ১৭৯৪ সালে তিনি দুটি কাব্যগ্রন্থকে একত্রিত সংস্করণে প্রকাশ করেছিলেন।
-
Songs of Innocence-এ ১৯টি কবিতা রয়েছে।
-
কবিতাগুলি শিশুদের নির্দোষ দৃষ্টিভঙ্গি ও মানবিক ভাবনাকে কেন্দ্র করে।
William Blake (1757–1827)
-
ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক।
-
Early Romantic era-এর একজন প্রখ্যাত visionary।
-
তার মূল পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
Blake-এর কবিতা ও চিত্রশিল্পে ধর্ম, প্রতীকী ভাষা এবং কল্পনাশক্তি লক্ষ্য করা যায়।
-
জীবদ্দশায় কম জনপ্রিয় হলেও, মৃত্যুর পর ইংরেজ সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ কবি হিসেবে স্বীকৃতি পান।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
Complete sentence: No sooner had they started the meeting than the fire alarm went off।
-
Bangla Meaning: মিটিং শুরু হতেই ফায়ার এলার্মটা বাজতে লাগল।
-
No sooner…than হলো একটি correlative conjunction যা "করতে না করতেই / হতে না হতেই" অর্থ প্রকাশ করে।
Structure:
-
No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past tense)
নিয়মাবলী:
-
No sooner ব্যবহার করলে পরবর্তী অংশ শুরু হয় than দিয়ে (not then)।
-
Hardly had বা Scarcely had ব্যবহার হলে পরবর্তী অংশ শুরু হয় when দিয়ে।
উদাহরণ:
-
No sooner had she arrived at the station than the train departed.
-
No sooner had I finished my homework than the phone rang.
-
No sooner had we left the house than it began to rain.

0
Updated: 3 weeks ago
"Fair is foul, and foul is fair."
This extract is taken from-
Created: 1 month ago
A
Hamlet
B
Macbeth
C
Othello
D
Julius Caesar
“Fair is foul, and foul is fair” – From Macbeth
১. উক্তি সম্পর্কে
-
লাইনটি নাটক Macbeth এর শুরুতে তিন ডাইনী (Three Witches) একে অপরকে বলেন।
-
অর্থ: “যা সুন্দর মনে হয়, তা খারাপ হতে পারে; আর যা খারাপ মনে হয়, তা সুন্দর হতে পারে।”
-
এটি নাটকের মূল থিম – appearances vs reality – বা বাহ্যিক চেহারা এবং বাস্তবতার পার্থক্যকে তুলে ধরে।
২. Macbeth নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
রচনা সময়: 1607-1607 সাল নাগাদ
-
প্রকাশ: 1623 সালে
-
মূল বিষয়বস্তু:
-
Scotland-এর রাজা Duncan-এর হত্যা ও পরবর্তীতে Macbeth-এর উচ্চাকাঙ্ক্ষা ও পতন
-
নাটকটি শেক্সপিয়রের অন্যতম সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী tragedy
-
-
প্রধান চরিত্র:
-
Macbeth (tragic hero)
-
Lady Macbeth
-
King Duncan
-
Three Witches
-
Banquo
-
৩. Macbeth নাটকের উল্লেখযোগ্য উদ্ধৃতি
-
“Look like an innocent flower, But be the serpent under it.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is but a walking shadow.”
-
“What's done cannot be undone.”
-
“Stars, hide your fires; Let not light see my black and deep desires.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Vaulting ambition, which o'erleaps itself and falls on the other.”
৪. মূল তথ্য
-
নাটকের সেটিং: Scotland-এর রাজপ্রাসাদ, যুদ্ধক্ষেত্র ও প্রাসাদ
-
থিম: ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিশোধ, মানব প্রকৃতির দুর্বলতা

0
Updated: 1 month ago