Inclusive Development Index ( IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
A
প্রথম স্থান
B
দ্বিতীয় স্থান
C
তৃতীয় স্থান
D
চতুর্থ স্থান
উত্তরের বিবরণ
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) রিপোর্টে বাংলাদেশের অবস্থান:
বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রতি বছর Inclusive Development Index (IDI) প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক অন্তর্ভুক্তির মান পরিমাপ করে। ২০১৮ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী:
-
উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৪তম স্থানে রয়েছে।
-
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে, যেখানে প্রথম স্থানে রয়েছে নেপাল।
এই সূচক মূলত দেখায়, কোন দেশগুলো কেবল অর্থনৈতিকভাবে বড় নয়, বরং তাদের জনগণের মধ্যে সমানভাবে উন্নয়ন ছড়াচ্ছে কি না।
উৎস: The Daily Star, 24 জানুয়ারি 2018; World Economic Forum

0
Updated: 1 month ago
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
Created: 1 month ago
A
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা
১. ভোটার যোগ্যতা:
গণপ্রতিনিধিত্ব আদেশ (The Representation of the Peoples Order, RPO) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. সংসদ নির্বাচনে যোগ্যতা:
সংবিধান অনুযায়ী (ধারা ৬৬), সংসদ সদস্য নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা প্রয়োজন:
-
বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
-
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা করা হয়নি।
-
দেউলিয়া ঘোষণার পর দায়মুক্তি পেয়েছেন।
-
কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করা হয়নি।
-
১৯৭২ সালের যোগসাজশকারী আদেশ অনুযায়ী কোন অপরাধে দণ্ডিত হননি।
-
আইনে উল্লিখিত কোনো পদাধিকারী নন।
-
নৈতিক বা ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন, এবং সেই দণ্ড শেষে কমপক্ষে ৫ বছর অতিবাহিত হয়েছে।
এই শর্তগুলো পূরণ করলে একজন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
Created: 2 months ago
A
বারাং
B
পাড়া
C
পুঞ্জি
D
মৌজা
খাসিয়া ও চাকমা গ্রাম ব্যবস্থাপনা
-
খাসিয়া জনগোষ্ঠী:
-
বাংলাদেশের সিলেট অঞ্চল এবং ভারতের আসামে বাস করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
সিলেটের খাসিয়ারা মূলত সিনতেং গোত্রভুক্ত।
-
খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। গ্রামের প্রধানকে বলা হয় সিয়েম।
-
তাদের আদি নিবাস ছিল তিব্বত।
-
পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক।
-
ধর্ম প্রধানত খ্রিস্টান, এবং প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
-
তারা পান ও মধু চাষে দক্ষ।
-
-
চাকমা জনগোষ্ঠী:
-
তাদের গ্রামকে আদাম বা পাড়া বলা হয়।
-
একাধিক পাড়া মিলেই গঠিত হয় মৌজা।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
NILG এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
National Information Legal Guide
B
National Institute of Local Government
C
National Identity Licence Guide
D
National Industrial League Group
NILG (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)
-
পূর্ণরূপ: National Institute of Local Government (NILG)
-
মূল কাজ: বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় কর্মরত মানুষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত একটি স্বনামধন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার ইতিহাস: প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই “ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশনস অর্ডিন্যান্স, ১৯৬১” অনুযায়ী ‘স্থানীয় সরকার ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয়।
-
নাম পরিবর্তন: ১৯৮০ সালে এর নাম পরিবর্তন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) রাখা হয়।
-
প্রশাসনিক নিয়ন্ত্রণ: NILG স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হয় এবং এটি “জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আইন, ১৯৯২”-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্র: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 1 month ago