শিশু উন্নয়ন কেন্দ্র (সংশোধন প্রতিষ্ঠান)
শিশু আইন, ২০১৩ অনুযায়ী আইনের সঙ্গে জড়িত কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা শিশুদের জন্য সরকার শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে থাকে।
এসব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ওইসব শিশুদের ব্যক্তিত্ব ও আচরণিক বিকাশ ঘটিয়ে সমাজে তাদের ইতিবাচকভাবে পুনঃস্থাপন নিশ্চিত করা।
এই কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে শিশুদের পূর্ণাঙ্গ মানসিক ও সামাজিক বিকাশের জন্য সহায়তা প্রদান করা হয়—যেমন: কেইস ওয়ার্ক, গাইডেন্স ও কাউন্সেলিং।এসব প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের ব্যক্তিত্ব গঠনে ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করা হয়।
বর্তমানে বাংলাদেশে মোট তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে দুটি শুধুমাত্র বালকদের জন্য এবং একটি কিশোরী (বালিকা) সংশোধন প্রতিষ্ঠান। উল্লেখযোগ্যভাবে, দেশের একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্রটি গাজীপুর জেলার কোনাবাড়িতে অবস্থিত।
তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র নিম্নরূপ:
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) – টঙ্গী, গাজীপুর
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) – কোনাবাড়ী, গাজীপুর
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) – পুলেরহাট, যশোর
তথ্যসূত্র: সমাজসেবা অধিদপ্তর