A
about
B
on
C
like
D
for
উত্তরের বিবরণ
ইডিয়ম: Feel like (doing) something
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করতে ইচ্ছা করা বা কোনো কিছু চাওয়া।
-
বাংলা অর্থ: চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া।
-
উদাহরণ বাক্য: I feel like going to get ice cream.
সম্পূর্ণ বাক্যের ব্যবহার:
-
You may go for a walk if you feel like it.
(আপনি যদি ইচ্ছা করেন, হাঁটতে যেতে পারেন।)
উৎস: Cambridge Dictionary

0
Updated: 16 hours ago
He had a _____ headache.
Created: 1 month ago
A
strong
B
acute
C
serious
D
bad
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
Many students will now be starting to ____ about their exams result.
Created: 1 month ago
A
worry
B
reflect
C
inquire
D
comment
অপশনগুলোর প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়—
ক) worry: মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা; অস্থিরতা অনুভব করা; উদ্বেগে থাকা; কোনো কিছু নিয়ে ক্রমাগত চিন্তিত হওয়া।
খ) reflect: আলো বা চিত্রকে প্রতিফলিত করা বা ফিরে দেখা।
গ) inquire: কোনো তথ্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করা বা অনুসন্ধান চালানো।
ঘ) comment: কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিগত মতামত বা ব্যাখ্যা প্রদান করা; মন্তব্য বা সমালোচনা করা।
• উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে দেখা যায়, প্রদত্ত বাক্যে worry শব্দটি বসালে তা যথাযথ অর্থ প্রকাশ করে।
-
পূর্ণ বাক্যটি হবে: Many students will now be starting to worry about their exams result.
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
They travelled to Savar __________.
Created: 1 month ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 1 month ago