A
off
B
in
C
down
D
into
উত্তরের বিবরণ
As she was talking, he suddenly broke ___, saying, ‘That’s a lie!’
সঠিক উত্তর: in
Break in – কথার মধ্যে হঠাৎ বাধা দিয়ে বলার অর্থ। উদাহরণ: কেউ কথা বলার সময় হঠাৎ বলা, “That’s a lie!”
-
Break-in – কোন বাড়িতে জোরপূর্বক প্রবেশ।
-
Break off – কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া।
-
Break down – মানসিকভাবে বা যন্ত্রপাতি ভেঙ্গে পড়া।
-
Break into – জোরপূর্বক প্রবেশ করা বা কোন ক্রিয়ায় হঠাৎ ঢুকে পড়া।
উৎস: Accessible Dictionary, Bangla Academy, Collins English Dictionary

0
Updated: 16 hours ago
They travelled to Savar __________.
Created: 1 month ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 1 month ago
Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed __________ father's trade.
Created: 2 weeks ago
A
their
B
her
C
whose
D
his
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.
• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
Complete sentence: Each of the sons followed his father's trade.
তবে,
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.

0
Updated: 2 weeks ago
The government gave ____ the demands of the people.
Created: 1 month ago
A
in to
B
in
C
to
D
over to
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ: in to
সম্পূর্ণ বাক্য: The government gave in to the demands of the people.
এই বাক্যে "gave in to" ব্যবহার করে বোঝানো হয়েছে—সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করেছে বা মেনে নিয়েছে। এখানে give in একটি phrasal verb, যার পরে to বসে।
Give in (to someone/something) – Phrasal Verb
ইংরেজি অর্থ: শুরুতে অস্বীকার করার পর অবশেষে কারো দাবিতে সম্মতি দেওয়া।
বাংলা অর্থ: আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা বা বশ্যতা মেনে নেওয়া।
উদাহরণ:
-
Our men were forced to give in.
-
She usually had to give in to her husband.
🔹 অন্যদিকে – Give something in
এটি ভিন্ন একটি প্রয়োগ যেখানে কিছু নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অর্থে ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু প্রদান বা হস্তান্তর করা।
উদাহরণ:
-
It’s time for you to give in your examination papers.
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 month ago