বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় -
A
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
B
৭ জানুয়ারি, ১৯৭৩
C
৭ মার্চ, ১৯৭৩
D
৭ এপ্রিল , ১৯৭৩
উত্তরের বিবরণ
প্রথম জাতীয় সংসদ নির্বাচন (১৯৭৩)
-
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ছিল ৭ মার্চ ১৯৭৩।
-
নির্বাচনে মোট ৩০০টি আসন ছিল, যার মধ্যে ১৫টি আসন সংরক্ষিত ছিল মহিলাদের জন্য।
-
নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয়লাভ করে।
-
সংসদের স্পিকার ছিলেন মাহমুদউল্লাহ।
-
দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম. ইদ্রিস।
উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
বিরোধী বেঞ্চ
B
ট্রেজারি বেঞ্চ
C
ব্যাকবেঞ্চার
D
মেম্বার বেঞ্চ
সংসদে আসন ব্যবস্থা:
-
ট্রেজারি বেঞ্চ (Treasury Bench / Front Bench):
-
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে বসেন।
-
স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এটি ‘ফ্রন্ট বেঞ্চ’ হিসেবেও পরিচিত।
-
-
বিরোধী দলের সামনের আসন:
-
স্পীকারের আসনের বিপরীত দিকে বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ বসেন।
-
-
ব্যাকবেঞ্চার (Backbencher):
-
সরকারি বা বিরোধী দলের সদস্য যারা গুরুত্বপূর্ণ পদে নেই, তারা পেছনের সারিতে বসেন।
-
সরকারি দলের ব্যাকবেঞ্চার মন্ত্রী নয়।
-
বিরোধী দলের ব্যাকবেঞ্চারও নেতৃস্থানীয় নয়।
-
সারসংক্ষেপ:
ট্রেজারি বেঞ্চ হলো সরকারি দলের প্রধান নেতৃত্বের আসন, বিরোধী দলের নেতা সামনের সারির বিপরীত পাশে বসেন, আর গুরুত্বপূর্ণ পদে না থাকা সদস্যরা পেছনের সারিতে (ব্যাকবেঞ্চে) অবস্থান করেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
Created: 3 months ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
স্পিকার
D
প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী:
-
সংবিধানের ধারা ৭২(১) অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি।
-
তবে এই অধিবেশন আহ্বানের কাজটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সম্পাদন করেন।
-
নতুন সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি নতুন বছরের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন।
-
রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ সদস্যদের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়।
-
প্রয়োজনীয় সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী পাঠাতে পারেন।
-
তিনি সংসদ মুলতবি ঘোষণা করার ক্ষমতা রাখেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে সংসদ ভঙ্গের সিদ্ধান্ত নিতে পারেন।
-
সংবিধানে বর্ণিত বিশেষ পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়ায় স্পিকার সংসদ আহ্বান করার ক্ষমতা পান।
উল্লেখযোগ্য তথ্য:
-
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি, ২০২৪।
-
সংসদীয় রীতিনীতি মেনে প্রতি বছর রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
-
২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশনও রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) ধারার অধীনে আহ্বান করেন।
-
মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা, এবং মাননীয় স্পিকার সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 3 months ago
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
৭ মার্চ ১৯৭৩ খ্রি.
B
৭ এপ্রিল ১৯৭৩ খ্রি.
C
১৬ ডিসেম্বর ১৯৭২ খ্রি.
D
৭ ডিসেম্বর ১৯৭২ খ্রি.
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন ও উল্লেখযোগ্য তথ্য
-
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩।
-
তখন ৩০০টি আসনে সরাসরি ভোট গ্রহণ করা হয়েছিল।
-
মহিলা আসন সংরক্ষিত ছিল ১৫টি।
-
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম. ইদ্রিস।
-
নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে।
-
বঙ্গবন্ধু ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
-
প্রথম সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ এবং ডেপুটি স্পিকার হন বায়তুল্লাহ।
-
পরে মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আবদুল মালেক উকিল স্পিকার হিসেবে দায়িত্ব নেন।
উল্লেখযোগ্য পরবর্তী ঘটনা:
-
দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯।
-
তখন সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ৩০টি।
-
এই সংসদেই প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হন, যিনি ছিলেন সৈয়দা রাজিয়া ফয়েজ (খুলনা-১৪)।
উৎস: পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র), SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago