A
Charles Dickens
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
G.B. Shaw
উত্তরের বিবরণ
A Farewell to Arms
-
লেখক: Ernest Hemingway
-
তৃতীয় উপন্যাস, প্রকাশ: 1929
-
আত্মজীবনীমূলক উপাদান সমৃদ্ধ; arms দ্বারা অস্ত্র ও প্রেমিকার হাত বোঝানো হয়েছে
Summary:
-
প্রধান চরিত্র: American lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তারা ইটালিতে পরিচিত হন
-
Catherine সদ্য বিধবা; তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে
-
Frederic গুরুতর জখম হলে Catherine তাকে সেবা করেন
-
Catherine গর্ভবতী হয়; Frederic যুদ্ধক্ষেত্রে যায়
-
Frederic ফিরে এসে Catherine খুঁজে বের করে, দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে যায়
-
Catherine শিশুর জন্ম দেয়ার সময় মারা যান
Ernest Hemingway:
-
জন্ম: 1899, Illinois, USA
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাত

0
Updated: 16 hours ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 2 weeks ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.

0
Updated: 2 weeks ago
Which of the following is an example of alliteration?
Created: 1 month ago
A
The bird flew away
B
The cat sat on the mat
C
The sun sets in the west
D
She sells seashells by the seashore
• Alliteration হলো একধরনের সাহিত্যিক কৌশল যেখানে একই ধ্বনি বা বর্ণ একাধিক শব্দের শুরুতে পুনরাবৃত্তি হয়। উপরের চারটি বাক্যের মধ্যে ‘ঘ) She sells seashells by the seashore’ বাক্যটি alliteration এর উদাহরণ। এখানে ‘s’ ধ্বনি বার বার ব্যবহার করা হয়েছে যা বাক্যটিকে সুরেলা ও আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে, ‘ক) The bird flew away’ বাক্যে শব্দের শুরুতে একই ধ্বনি নেই, তাই এটি alliteration নয়। ‘খ) The cat sat on the mat’ এ কিছু শব্দের শেষাংশ মিলে গেলেও শুরুতে একই ধ্বনি নেই, তাই এটি alliteration নয়। ‘গ) The sun sets in the west’ বাক্যেও শুরুতে একই ধ্বনি নেই, তাই এটি alliteration নয়। তাই, ‘ঘ’ নম্বর বাক্যই সঠিক উদাহরণ।
• বিস্তারিত আলোচনা:
• Alliteration (অনুপ্রাস):
- The repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
- এটি একটি সাহিত্যকৌশল, যেখানে কোনো শব্দের প্রথম ধ্বনি বা বর্ণ এক বা একাধিক পরবর্তী শব্দে পুনরাবৃত্তি হয়। এটি সাধারণত কবিতা বা গদ্যের শৈলীতে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি হয়।
- Alliteration শব্দ বা বাক্যাংশের ছন্দ ও সুর সৃষ্টি করে, যা পাঠক বা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে।
• Examples of Alliteration -
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of alliteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.

0
Updated: 1 month ago
'Gulliver's Travels' is a famous satire from -
Created: 1 week ago
A
18th century
B
19th century
C
20th century
D
21st century
✦ Gulliver's Travels (উপন্যাস)
-
লেখক: Jonathan Swift
-
প্রকাশকাল: ১৭২৬
-
ধরণ: 18th century-এর বিখ্যাত satire
-
লিখিতকালের ঐতিহাসিক প্রেক্ষাপট: Augustan Age
-
সংখ্যা খন্ড: ৪
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
কাহিনি সংক্ষেপ
-
নায়ক: Lemuel Gulliver
-
সমুদ্র ভ্রমণে বের হওয়ার সময় ঝড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং এমন এক দেশে পৌঁছে যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুট রাজ্যে:
-
Gulliver তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা কাজে সাহায্য করে।
-
পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এক পর্যায়ে সে রোষের শিকার হয়; তার চোখ তুলে ফেলার শাস্তি হয়।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়িয়ে বেঁচে ফিরে আসে।
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
বিশেষত্ব: Augustan Age-এর প্রখ্যাত prose satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-

0
Updated: 1 week ago